মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024


পূজোর পরেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের কমবেশি প্রত্যেক স্কুলেই নভেম্বরের প্রথম সপ্তাহের পরে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আজকে আমরা ২০২৩ মাধ্যমিকের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ন সাজেশন দিলাম। যে সমস্ত ছাত্র ছাত্রী এই বছর টেস্ট পরীক্ষায় বসবে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে।


মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন সাজেশন | West Bengal Madhyamik History Long Question Suggestion | Class 10 History Suggestion



বিশ্লেষণধর্মী প্রশ্ন (মান- ৪)


১. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা লেখ।


২. 'হুতোম প্যাঁচার নকশা' থেকে সমাজ জীবনের কিরূপ চিত্র পাওয়া যায়?


৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে বাংলা শিক্ষিত সমাজ সমর্থন করেছিল কি?


৫. বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা আলোচনা করো।


৬. দলিত শ্রেণীর অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো।


৭. উদ্বাস্তু সমস্যার সমাধানের ভারত সরকারের ভূমিকা লেখ।


৮. টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি।


৯. উপনিবেশিক অর উন্নয়নের বিরুদ্ধে আদিবাসীরা বিদ্রোহ করেছিল কেন?


ব্যাখ্যামূলক প্রশ্ন (মান- ৮)


১. শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক আলোচনা করো। 


২. মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো।


৩. বিশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।


৪. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।


১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান- Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×