বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান | Madhyamik History Suggestion


ভারতে বামপন্থী আন্দোলন | মাধ্যমিক ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | Class 10 History Suggestion


ভূমিকা:

ভারতের বামপন্থী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নাম মানবেন্দ্রনাথ রায়। তিনি তার কর্মসূচি দ্বারা ভারতে বামপন্থী আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।


বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা


কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা:

১৯২০ সালে রাশিয়া তাসখন্ডে মানবেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় তিনি লেনিনের আমন্ত্রণে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলনে যোগদানও করেছিলেন।


বিভিন্ন ছদ্মনাম:

মানবেন্দ্রনাথ রায় প্রকাশ্যে ও প্রকাশ্যে ভারতের বিভিন্ন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে তিনি বিভিন্ন ছদ্মনাম গ্রহণ করেছিলেন। সেগুলি হলো- মি. মার্টিন, মি. হোয়াইট, মি. বি ইত্যাদি। যদিও তাঁর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।


রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন:

মানবেন্দ্রনাথ রায় কংগ্রেসও যোগদান করেছিলেন। কংগ্রেসে থাকাকালীন ১৯৩৭ সালে তিনি 'রেডিক্যাল কংগ্রেস মেন' গঠন করেছিলেন। এরপর ১৯৪০ সালে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন। 


মূল্যায়ন:

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায় এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। যার ফলে ভারতে বামপন্থা রাজনীতির প্রসার ঘটেছিল।


তথ্য সূত্র-
মাধ্যমিক ইতিহাস সহায়িকা (ড. পাহাড়ী)।
Tallent Booster


১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান- Click Here


৬. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×