মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 | Madhyamik Physical Science Suggestion 2023


মাধ্যমিক ভৌত বিজ্ঞান বড় প্রশ্ন উত্তর | Madhyamik Physical Science notes | WB Madhyamik Physical Science Suggestion

Class 10 Physical Science Suggestion:  এই ব্লগে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রশ্নের মান - ০১)


১. মিথেন হাইড্রেট কী?

Ans. মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ। 


২. কোন জ্বালানির তাপনমূল্য সবচেয়ে বেশি?

Ans. হাইড্রোজেন।


৩. গ্যাসের আয়তন পরিমাপক একক কী?

Ans. লিটার।


৪. পরম স্কেলে হিমাঙ্কের মান কত?

Ans. 273 K।


৫. জলের মোলার ভর কত?

Ans. 18g।


৬. বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি?

Ans. গ্যাসের ভর ও উষ্ণতা।


৭. তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও।

Ans. পারদ।


৮. গাড়ির ভিউফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়?

Ans. উত্তল দর্পণ।


৯.. প্রিজমে প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বোচ্চ?

Ans. বেগুনি।


১০. গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে?

Ans. সমান্তরাল সমবায়।


১১. তেজস্ক্রিয়তার SI একক কী?

Ans. বেকারেল। 


১২. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি?

Ans. ফ্লুরিন।


১৩. অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন?

Ans. ক্ষারীয়।


১৪. তড়িৎচুম্বকের মজ্জা তৈরিতে কি ব্যবহৃত হয়?

Ans. রট আয়রন।


১৫. কার্বাইড বাতিতে ব্যবহৃত গ্যাসীয় জৈব যৌগ কোনটি?

Ans. অ্যাসিটিলিন।



মাধ্যমিক ভূগোল সাজেশন 2023- CLICK HERE



সংক্ষিপ্ত প্রশ্ন ( প্রশ্নের মান- ০২)


১. জীবাশ্ম জ্বালানি কাকে বলে?


২. বায়োমাস শক্তি কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। (১+১)


৩. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি ব্যাখ্যা কর।


৪. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।


৫. 27⁰ C উষ্ণতায় ও 570 mm পারদস্তম্ভের চাপে 2.2 g কার্বন-ডাই-অক্সাইড এর আয়তন কত?


৬. আলোর প্রতিসরণের সূত্র দুটি উল্লেখ কর।


৭. বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন?


৮. কুলম্ব এর সূত্রটি লেখো।


৯. আদর্শ মৌল বলতে কী বোঝো।


১০. আয়নীয় যৌগের কাঠিন্য বেশি হয় কেন?


১১. তড়িৎলেপনের নীতিটি উল্লেখ কর।


১২. পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি ও বিক্রিয়া সমীকরণসহ লেখ।


১৩. অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন?


১৪. ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়া সমীকরণসহ লেখ।


১৫. ডিনেচার্ড স্পিরিট কাকে বলে? এর ব্যবহার লেখো। (১+১)


মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023- CLICK HERE


গুরুত্তপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন 


১. কোন কোন শর্তে একটি গ্যাসকে আদর্শ বলা হয়?


২. 7 g হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিংক প্রয়োজন? অবিশুদ্ধ জিংকে 88% জিংক বর্তমান। (Zn= 65.5)


৩. ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন কর।


৪. বিবর্ধক কাচ হিসাবে উত্তর লেন্সের কার্যনীতি ও ব্যবহার চিত্রসহ ব্যাখ্যা কর। 


৫. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখ।


৬. পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে পরিবর্তিত হয়?


৭. কপার সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে?


৮. ওলিয়াম কি? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি লেখো।


৯. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ব্যাখ্যা কর।


১০. জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখ। LPG কী? (২+১)


ইতিহাস প্রশ্নের উত্তর


 ১. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE


২. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE


৩. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE


৪. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×