মাধ্যমিক বাংলা সাজেশন 2023 | Madhyamik Bangla Suggestion 2023


মাধ্যমিক বাংলা বড় প্রশ্ন সাজেশন | দশম শ্রেণী বাংলা সাজেশন | West Bengal Madhyamik Bengali Long Question Suggestion 

Class 10 Bengali Suggestion:  এই ব্লগে আমার মাধ্যমিক বাংলা সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


জ্ঞানচক্ষু 

আশাপূর্ণা দেবী


গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন


১. " বিয়েবাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি " - কিসের কথা বলা হয়েছে? তা মা না আনিয়ে ছাড়েননি কেন? (১+২)


২. " আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম " - ' আমাদের' বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে? (১+২)


৩. " তারপর ধমক খায় " - তারপর বলতে কী বোঝানো হয়েছে? কে এবং কেন ধমক খেয়েছিল? (১+১+১)


মাধ্যমিক ভূগোল সাজেশন 2023- CLICK HERE


গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন


১. " রত্নের মূল্য জহুরির কাছেই " - ' রত্ন ' ও ' জহুরি ' বলতে কী বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। (২+৩)


২. 'জ্ঞানচক্ষু' গল্প অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা কর।


৩. " পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?" - কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? (১+৪)


মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023- CLICK HERE


অসুখী একজন

পাবলো নেরুদা


গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন


১. " শান্ত হলুদ দেবতারা " - দেবতারাদের শান্ত বলা হয়েছে কেন? তাদের পরিণতি কী হয়েছিল? (১+২)


২. " আর সেই মেয়েটি আমার অপেক্ষায় " - মেয়েটি কে? সে অপেক্ষা করে কেন? (১+২)


৩. যুদ্ধকে 'রক্তের এক আগ্নেয় পাহাড়' বলা হয়েছে কেন?


গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন


১. ' অসুখী একজন ' কবিতার নামকরণের সার্থকতা বিচার কর।


২. ' আমি তাকে ছেড়ে দিলাম ' - আমি কে? তার ছেড়ে আসার তাৎপর্য বিশ্লেষণ করো। (১+৪)


লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE


আয় আরো বেঁধে বেঁধে থাকি 

শঙ্খ ঘোষ


গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন


১. " আমাদের শিশুদের শব/ ছড়ানো রয়েছে কাছে দূরে।" - কথাটির তাৎপর্য উল্লেখ কর।


২. " আমরা ভিখারি বারো মাস "- আমরা কারা? কথাটির তাৎপর্য উল্লেখ করো। (১+২)


গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন


১. " আয় আরো হতে হাত রেখে " - হাতে হাত রাখার মর্ম কী? কথাটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? (১+৪)


২. " আমাদের ইতিহাস নেই/ অথবা এমনি ইতিহাস " - কবি 'আমাদের ইতিহাস নেই' বলে সংশয় প্রকাশ করেছেন কেন? 'অথবা এমনই ইতিহাস' বলার কারণ কী?


ইতিহাস প্রশ্নের উত্তর


 ১. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE


২. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE


৩. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×