মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023

মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন পঞ্চম অধ্যায় | West Bengal Madhyamik History Long Question Suggestion 


Madhyamik History notes | WB Madhyamik History Suggestion

Class 10 History Suggestion:  এই ব্লগে আমরা পঞ্চম অধ্যায়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ২ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো


প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের  পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।  


                   পঞ্চম অধ্যায়

        ( বিকল্প চিন্তা ও উদ্যোগ ) 


এই অধ্যায় থেকে যেসব 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।

1. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?

উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এদের তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এদের উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি মুদ্রণ শিল্পের বিকাশ ঘটেছিল।

2.  চার্লস উইলকিন্স বিখ্যাত কেন?

চার্লস উইলকিন্স ছিলেন একজন প্রাচ্যবাদী পন্ডিত। তিনি পঞ্চানন কর্মকার এর সহযোগিতায় বাংলা মুদ্রাক্ষর খোদাই এবং ঢালাইয়ের কাজ করেন। তার তৈরি বাংলা মুদ্রাক্ষরের সাহায্যে হ্যালহেড তার 'এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটিতে বাংলা অক্ষর মুদ্রণ এর ব্যবস্থা করেন।

3. পঞ্চানন কর্মকার কে ছিলেন?

বাংলা মুদ্রাক্ষর তৈরীর ক্ষেত্রে চার্লস উইলকিন্স এর সহযোগী ছিলেন শিল্পী পঞ্চানন কর্মকার। তা তৈরী মুদ্রাক্ষর হ্যালহেডের বাংলা ব্যাকরণ-এ ব্যবহৃত হয়েছিল।


4. শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

দেশের মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন গড়ে তোলেন। এখানে দেশীয় পদ্ধতিতে কাপড় তৈরি, কৃষিকাজ, সমবায় নির্মাণ প্রভৃতি বিষয়ে সাধারণ মানুষকে শিক্ষাদান করা হতো।

5. বটতলার প্রকাশনা কী?

উনিশ শতকে ছাপাখানা জগতে বিদ্যাসাগরের যোগদানের পূর্বের জগতের একটি এলাকার প্রকাশন সংস্থা বটতলার প্রকাশনা নামে পরিচিত। চোরবাগান, শোভাবাজার, জোড়াসাঁকো প্রভৃতি স্থান জুড়ে এই প্রকাশনা চলত।


লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE



এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 4 নম্বরের প্রশ্ন 

1.  বিজ্ঞানচর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান আলোচনা করো। ***

2. টীকা লেখো: জাতীয় শিক্ষা পরিষদ।*

3.  টীকা লেখো: বসু বিজ্ঞান মন্দির।*

4. কারিগরী শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল?**


এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 8 নম্বরের প্রশ্ন 

1. প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আলোচনা করো।***

[ প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ] 

চতুর্থ অধ্যায়ের সাজেশন দেখে নিন- CLICK HERE


গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নীচে




১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE



প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা উপরের বড় প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইটে ফাইনাল সাজেশন (WB Madhyamik History Suggestion) দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×