মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023

 মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন ষষ্ঠ অধ্যায় | West Bengal Madhyamik History Long Question Suggestion 


Madhyamik History notes | WB Madhyamik History Suggestion

Class 10 History Suggestion:  এই ব্লগে আমরা  ষষ্ঠ অধ্যায়ের বিশ শতকের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ২ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের  পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।

ষষ্ঠ অধ্যায়

বিশ শতকের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

এই অধ্যায় থেকে যেসব 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো। 

১. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন?

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেনি। কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কোনো উল্লেখযোগ্য কর্মসূচিও তারা গ্রহণ করতে পারেননি। এই কারণে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি।


২. কবে,কোথায় একা আন্দোলন সংঘটিত হয়েছিল?

১৯২১-২২ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের অযোধ্যার হরদই, সিতাপুর, বরাবাঁকি জেলায় একা আন্দোলন সংঘটিত হয়েছিল।


৩. মিরাট ষড়যন্ত্র মামলা কী?

ভারতের বামপন্থী আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ১৯২৯ সালের ২০ মার্চ ৩৩ জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করে, তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।


৪. ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির মূল লক্ষ্য কী ছিল?

ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির মূল লক্ষ্য ছিল শ্রমিকদের কল্যাণ ও তাদের সচেতনতা জাগ্রত করা। এই উদ্দেশ্যে এই পার্টি শ্রমিকদের কাজের সময়সীমা নির্দিষ্ট করা, তাদের সর্বনিম্ন মজুরি ঠিক করা, জমিদার ও বেগার প্রথার অবসান ঘটানো প্রভৃতি বিষয়ে আন্দোলন করেছিল।


৫. মাননেন্দেনাথ রায় কে ছিলেন?

ভারতবর্ষের অন্যতম বামপন্থী নেতা ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাননেন্দেনাথ রায়। তিনি রাশিয়ার তাসখন্দে ১৯২০ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।


৬. তিন কাঠিয়া প্রথা কী?

বিহারের চম্পারনের নীল চাষীরা প্রতি বিঘা জমির তিন কাঠা অংশে নীল চাষ ও উৎপাদিত নীল নির্দিষ্ট দামে নীলকর সাহেবদের বিক্রি করতে বাধ্য থাকত। এটি তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত।


৭. বাবা রামচন্দ্র কে ছিলেন?

বাবা রামচন্দ্র ছিলেন অসহযোগ আন্দোলনের একজন নেতা। ১৯২০ সালে অসহযোগ আন্দোলন চলাকালীন যুক্ত প্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষকরা জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।


৮. তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?

তাম্রলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগগুলি ছিল-

a. ঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্তদের ত্রাণ ব্যবস্থা।

b. স্কুলগুলিকে অর্থ সাহায্য করা।

c. 'বিদ্যুৎ বাহিনী নামে সামরিক বাহিনী গঠন।

d. সালিশি আদালত গঠন ইত্যাদি।


এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 4 নম্বরের প্রশ্ন 

১. অসহযোগ আন্দোলনে কৃষকদের অবদান আলোচনা করো। **

২. টীকা লেখো: বারদৌলি সত্যাগ্রহ। ***

৩. মোপলা বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। *

৪. টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা। **


এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 8 নম্বরের প্রশ্ন 

১. বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। ***

২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে আলোচনা করো। (৫+৩) ***


গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নের উত্তর নীচে



১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE




[ প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ] 

 পঞ্চম অধ্যায়ের সাজেশন দেখে নিন- CLICK HERE

প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা উপরের বড় প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইটে ফাইনাল সাজেশন (WB Madhyamik History Suggestion) দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×