কাশ্মীর সমস্যা বলতে কী বোঝ | কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় | Madhyamik History Suggestion


কাশ্মীর সমস্যা | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর | Madhyamik History notes


ভূমিকা:

কাশ্মীর রাজ্যটির ভারতভুক্তির সময় সমস্যা চরম আকার নিয়েছিল। কাশ্মীরের রাজা হরি সিং এর বিরুদ্ধে মনোভাব, পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণ ইত্যাদি ঘটনা বিষয়টিকে জটিল করে তুলেছিল। তবে জাতিপুঞ্জের বিষয়টি তুলে সমস্যাটি দীর্ঘস্থায়ী রূপ নেয় বলে অনেকে মনে করেন।


কাশ্মীর সমস্যা | কাশ্মীরের ভারত ভুক্তিকরণ 

১. হরি সিং-এর মনোভাব: 

কাশ্মীরের রাজা হরি সিং কোনো ডোমিনিয়নে যোগ দেওয়ার বিরুদ্ধে ছিলেন। তিনি কাশ্মীরের স্বতন্ত্রতায় বিশ্বাসী ছিলেন।

২. শেখ আবদুল্লাহর মনোভাব: 

কাশ্মীরের তৎকালীন প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ছিলেন শেখ আবদুল্লাহ। তিনি ভারতে যোগদানের পক্ষে ছিলেন।

৩. পাকিস্তানের হানাদার বাহিনী: 

ইতোমধ্যে (১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর) পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে। সেখানে তারা অবাধে হত্যা, লুঠপাট, নারীদের সম্মানহানি চালাতে থাকে। রাজা হরি সিং রাজধানী থেকে পলায়ন করতে বাধ্য হন।

৪. ভারতভুক্তির দলিলে স্বাক্ষর: 

১৯৪৭ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর রাজা হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়—কাশ্মীরের রাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত সাহায্য করবে। 26 অক্টোবর রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন।

উপসংহার: 

ভারতীয় সেনাবাহিনী ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর কাশ্মীরে অবতরণ করে পাকিস্তানের বাহিনীকে হটানোর কাজ শুরু করে। কিন্তু প্রধানমন্ত্রী সমস্যাটিকে জাতিপুঞ্জে তুললে সেনাবাহিনী তার কাজ বন্ধ রাখে। নানা কারণে সমস্যাটির নিষ্পত্তি আজও হয়নি।


তথ্য সূত্র: মাধ্যমিক ইতিহাস সাজেশন (ড. পাহাড়ী)

Tallent Booster 


গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নের উত্তর নীচে



১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×