এই আলোচনায় আমরা মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এই ব্লগে আমরা তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ২ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।
মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন | Madhyamik History Long Question Suggestion 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023
তৃতীয় অধ্যায়-
( প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ )
এই অধ্যায় থেকে যেসব 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।
1. অভ্যুত্থান বলতে কী বোঝ?
কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে মূলধন করে সরকার বা রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করাই হল অভ্যুত্থান। এই সাধারণত সশস্ত্রভাবেই ঘটে।
2. বিপ্লব কাকে বলে?
'বিপ্লব' কথার অর্থ আমূল পরিবর্তন। পুরাতনতন্ত্রকে ধ্বংস করে নতুন মৌলিক পরিবর্তন ঘটানোই হল বিপ্লব। বিপ্লব সাধারণত রক্তাক্ত ও ভয়ানক হয়। তবে এর ব্যাতিক্রমও আছে। যেমন- শিল্পবিপ্লব, গৌরবময় বিপ্লব প্রভৃতি।
3. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
কোল বিদ্রোহের দুজন নেতা হলেন বুদ্ধু ভগত এবং জোয়া ভগত।
4. কেনারাম ও বেচারাম কী?
ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার সময় যে বাটখারা ব্যাবহার করতো সেটি 'কেনারাম' নামে পরিচিত। আর যে বাটখারা দিয়ে তারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করতো সেটি 'বেচারাম' নামে পরিচিত।
5. দুদুমিঞা বিখ্যাত কেন?
বাংলার ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা। তিনি ছিলেন শরিয়ত উল্লাহর পুত্র। ইসলামে শুদ্ধিকরণ ও দরিদ্র সংখ্যালঘুদের অর্থনৈতিক দাবি-দাওয়া আদায়ের জন্য তিনি আন্দোলন চালান। এই কারণে তিনি বিখ্যাত।
6. দেবী সিংহ কে ছিলেন?
দিনাজপুর, রংপুর এবং এদ্রাকপুর পরগনার ইজারাদার ছিলেন দেবী সিংহ। ১৮৮১ সালে তিনি ব্রিটিশদের থেকে এই অঞ্চলের ইজারা নেন এবং রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেন। এর ফলশ্রুতিতে প্রজারা তার বিরুদ্ধে রংপুর বিদ্রোহের ডাক দেন।
7. দাদন বলতে কি বোঝায়?
নীলকর সাহেবরা চাষীদের অগ্রিম টাকা দিয়ে নীলকর চাষে বাধ্য করতো। এই অগ্রিম টাকা দাদন নামে পরিচিত।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 4 নম্বরের প্রশ্ন
1. *** সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ***
2. ** টীকা লেখো: তিতুমিরের বারাসাত বিদ্রোহ/ বাংলায় ওয়াহাবি আন্দোলন। **
এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 8 নম্বরের প্রশ্ন
1. বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ( ৮)
2. নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। (৩+৫)
গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নের উত্তর নীচে
১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE
৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE
৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE
৫. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE
[ প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ]
দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেখে নিন - Click Here
Tags
শিক্ষামূলক