মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | দ্বিতীয় অধ্যায় ( সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ) | Madhyamik History Suggestion 2024

 দশম শ্রেণী ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়

এই আলোচনায় আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 নিয়ে আলোচনা করবো। যেটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  দ্বিতীয় অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ন 2/4/8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের  পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে। 


মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন | Madhyamik History Long Question Suggestion 

   দ্বিতীয় অধ্যায়-
 ( সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ) 

এই অধ্যায় থেকে যেসব 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।


1. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব কী?
কালীপ্রসন্ন সিংহের সর্বাধিক উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি 'হুতোম প্যাঁচার নকশা'। এই গ্রন্থে তৎকালীন কলকাতার ধনী ও মধ্যবিত্ত বাবু সমাজের জীবনযাপনর ও উচ্ছৃঙ্খলতা ব্যাঙ্গাত্মকরূপে তুলে ধরা হয়েছে।

2. ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ত কী?
১৮১৩ সালের সনদ আইনে ভারতীয়দের শিক্ষার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা ব্যায় করার কথা বলা হয়েছিল। 

3. মেকলে মিনিট কী?
১৮৩৫ সালে বড়লাট লর্ড বেন্টিঙ্কের আইনসচিব লর্ড মেকলে একটি সুপারিশে কোম্পানির ব্যায় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যায় করার কথা বলেন। তার এই সুপারিশ 'মেকলে মিনিট' নামে পরিচিত।

4. উডের নির্দেশনামা কী?
১৮৫৪ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটি উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

5. নব্যবঙ্গ আন্দোলন কী?
উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-এর নেতৃত্বে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল তরুণ হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল, তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। 

6. কেশবচন্দ্র সেন কেন ব্রাহ্মসমাজ ত্যাগ করেন?
দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্মসমাজ একটি স্বতন্ত্র ধর্মীয় সমাজে পরিণত হতে থাকলে কেশবচন্দ্রের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। এই বিরোধের পরিণতিতে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজ ত্যাগ করেন।

7. তিন আইন কী?
ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ১৮৭২ সালে বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করার পক্ষে যে আইন পাশ করে, তা 'তিন আইন' নামে পরিচিত।

8. নব্যবেদান্ত কী?
স্বামী বিবেকানন্দের ধর্মদর্শন নব্যবেদান্ত নামে পরিচিত ছিল। তার এই ধর্মদর্শনের মূল কথা ছিল সব মানুষ পরমাত্মার অংশ, সব মানুষই ঈশ্বর। জীবনের সঙ্গে বেদান্তকে মিশিয়ে মানবসেবায় নিয়োজিত করতে হবে।


এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 4 নম্বরের প্রশ্ন 

1. নারীসমাজ কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান আলোচনা করো।

2. হুতোম প্যাঁচার নকশায় কিভাবে সমাজের বাবু শ্রেণীর মানুষের স্বরূপকে তুলে ধরা হয়েছে?

3. নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

4. টীকা লেখো: নব্ববঙ্গ আন্দোলন।

5. চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিক্যাল কলেজের অবদান আলোচনা করো।

6. উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল?

এই অধ্যায়ের গুরুত্বপূর্ন 8 নম্বরের প্রশ্ন 

1. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? এই বিতর্কের অবসান ঘটে কিভাবে? (৩+৫)

2. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো।

3. বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। (৩+৫)

[ প্রশ্নের উত্তর সংক্রান্ত কোনো সাহায্য চাইলে 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ] 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×