Reserve Bank of India Recruitment | Jobs in West Bengal
ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই এখানে আবেদনযোগ্য। কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।
১. পদের নাম- Officers in Grade
‘B’(DR)- General।
শূন্যপদ- ২৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে সাথে অবশ্যই ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। অথবা স্নাতকোত্তর পাশ হলে ৫৫% নম্বর লাগবে।
২. পদের নাম- Officers in Grade
‘B’(DR)- DEPR।
শূন্যপদ- ৩১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।
৩. পদের নাম- Officers in Grade
‘B’(DR)- DSIM।
শূন্যপদ- ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্ট্যাটিসটিকস বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিকস বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স কিংবা স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেটিক্স বিষয়ের উপর স্নাতকোত্তর পাশ হতে হবে। সাথে অবশ্যই ৫৫% নম্বর লাগবে।
বয়স সীমা- উপরের পদগুলোতে আবেদনের জন্য বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স হিসেব করবেন ০১/০১/২০২২ এই তারিখ অনুযায়ী।
মাইনে- প্রতি মাসে ৫৫,২০০ টাকা।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করা যাবে। প্রার্থীরা https://m.rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য- UR/OBC/EWS- প্রার্থীদের আবেদন মূল্য লাগবে ৮৫০ টাকা। বাকি যেসব প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে।
আবেদনের শেষ তারিখ- ১৮.০৪.২০২২। [ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ]
অফিসিয়াল নোটিশ- Click Here