মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023


মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর সাজেশন | West Bengal Madhyamik History Long Question Suggestion | Madhyamik History notes | WB Madhyamik History Suggestion


Class 10 History Suggestion:  এই ব্লগে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। আমরা মাধ্যমিকের জন্য বিভিন্ন বিষয়ের নিয়মিত সেট প্রশ্ন প্রকাশ করি। সেগুলি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে ।


বড় প্রশ্নের সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।


চতুর্থ অধ্যায় 

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা 


অতি সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান - ০১)

১. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

Ans- লর্ড ক্যানিং।


২. মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়?

Ans- ১৮৫৮ খ্রি।


৩. উনিশ শতককে কে সভা সমিতির যুগ বলেছেন?

Ans- অনীল শীল।


৪. বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে?

Ans- ১৮৩৬ খ্রি।


৫. ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans- আনন্দমোহন বসু।


৬. ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেন?

Ans- অবনীন্দ্রনাথ ঠাকুর।


সংক্ষিপ্ত প্রশ্ন ( মান- ০২)

১. সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?


২. ঝাঁসির রানী বিখ্যাত কেন?


৩. মহারানীর ঘোষণাপত্র কি?


৪. জাতীয়তাবাদের সংজ্ঞা দাও।


৫. আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের পরিচয় পাওয়া যায়?


বিশ্লেষণমূলক প্রশ্ন (মান - ০৪)


১. মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? **


২. মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো।


৩. টীকা লেখো: ভারতসভা।


৪. ভারতের জাতীয়তাবাদ বিকাশে 'বর্তমান ভারত' গ্রন্থের অবদান মূল্যায়ন করো।


ব্যাখ্যামূলক প্রশ্ন (মান - ০৮)

১. 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।


২. লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো।


পঞ্চম অধ্যায়

বিকল্প চিন্তা ও উদ্যোগ 


অতি সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান - ০১)

১. 'বাংলার গুটেনবার্গ' নামে কে পরিচিত ছিলেন?

Ans- চার্লস উইলকিন্স।


২. 'শ্রীরামপুর ত্রয়ী' কাদের বলা হত?

Ans- উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে 'শ্রীরামপুর ত্রয়ী' বলা হতো।


৩. বাংলায় কবে প্রথম পৃথিবীর মানচিত্র ছাপানো হয়?

Ans- ১৮২৫ সালে।


৪. ডন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।


৫. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

Ans- ১৮০০ সালে।


সংক্ষিপ্ত প্রশ্ন ( মান- ০২)

১. পঞ্চানন কর্মকার কে ছিলেন?


২. বটতলার প্রকাশনা কী?


৩. জাতীয় শিক্ষা পরিষদের দুটি উদ্দেশ্য লেখ।


৪. ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে বাংলা মুদ্রণ শিল্পে গতি এনেছিল?


৫. লাইনোটাইপ কি?


বিশ্লেষণমূলক প্রশ্ন (মান - ০৪)

১. ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা উল্লেখ করো।


২. টীকা লেখো: বসু বিজ্ঞান মন্দির।


৩. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো।


৪. ঔপনিবেশিক শিক্ষাদানের সমালোচনা কিভাবে করা হয়?


ব্যাখ্যামূলক প্রশ্ন (মান - ০৮)

১. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা আলোচনা করো।


২. বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো।


গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নের উত্তর নীচে



১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE


প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা উপরের বড় প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইটে ফাইনাল সাজেশন (WB Madhyamik History Suggestion) দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×