বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো | বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion


কারিগরি শিক্ষার বিকাশ | বিজ্ঞান ও কারিগরি শিক্ষা | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর | পঞ্চম অধ্যায় | Class 10 History Suggestion 


ভূমিকা:

বাংলাদেশে কারিগরি শিক্ষার বিকাশ ঊনবিংশ শতাব্দীতে ঘটেছিল। প্রধানত, ভারতে ব্রিটিশদের প্রয়োজনেই কারিগরি শিক্ষার সূচনা হয়েছিল। ব্রিটিশ সরকারের এদেশে রেলপথ নির্মাণ, রাস্তা ও সেতু নির্মাণ, সামরিক প্রয়োজনে। জমি জরিপ করা প্রভৃতি কারণে এদেশে কারিগরি শিক্ষার বিকাশ ঘটে।


১. বাংলায় কারিগরি শিক্ষা:

ইংরেজরা এ দেশে কারিগরি শিক্ষার বিকাশ প্রথম ঘটিয়েছিল। প্রথম দিকে ভারতীয়রা ব্রিটিশ সমীক্ষকদের সহকারী হিসেবে কাজ করত। এ দেশে কারিগরি শিক্ষা চালু হলে বহু ভারতীয় তাতে অংশ নেয়। পরবর্তীকালে বিশেষ করে বঙ্গভঙ্গের প্রাক্কালে, স্বদেশি আন্দোলনের সময় বাংলাদেশে বহু কারিগরি প্রতিষ্ঠান গড়ে ওঠে।


২. কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান:

ঊনবিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয়ার্ধে বাংলাদেশে অনেকগুলি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রুরকীর টমসন ইঞ্জিনিয়ারিং কলেজ (১৮৪৯), ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং (১৮৫৬), বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (১৯০৬) প্রভৃতি।


৩. আর্থিক সাহায্য:

বাংলায় যে সমস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার কয়েকটিকে ইংরেজরা আর্থিক সাহায্য দান করেছিল। এ ছাড়া সুবোধচন্দ্র মল্লিক, ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরি প্রমুখ ব্যক্তিবর্গের আর্থিক সাহায্যে এই সময়কার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি উপকৃত হয়েছিল।


প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা- CLICK HERE



উপসংহার: 

সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ারে বাংলাদেশে একাধিক কারিগরি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীর গোড়া থেকেই এ দেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এসব কারণেই বাংলায় কারিগরি শিক্ষার বিস্তার ঘটে।


তথ্য সূত্র: মাধ্যমিক ইতিহাস সাজেশন (ড. পাহাড়ী)

Tallent Booster 


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×