আজকের আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণী ক্লাস ১১ ভূগোল সাজেশন (WBCHSE Class 11 Geography Suggestion) সম্পর্কে আলোচনা করবো। এই ব্লগে গুরুত্বপূর্ন প্রশ্নগুলো দেওয়া হয়েছে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী-
১. বায়োম কী?
Ans- পৃথিবীর কোনো অঞ্চলের জলবায়ু ও মাটির উপাদানের সঙ্গে সে অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী মিথস্ক্রিয়ার ফলে স্থলভাগ বা জলভাগের যে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বায়োম বলে।
২. খাদ্য লবনের প্রধান উৎস কী?
Ans- সমুদ্রের জল।
৩. হিমশৈল কি?
Ans- সমুদ্রে ভাসমান মহাদেশীয় হিমবাহের টুকরোকে হিমশৈল বলে।
৪. একটি মগ্নচড়ার উদাহরণ দাও।
Ans- গ্র্যান্ড ব্যাংক।
৫. OTEC- এর সম্পূর্ণ নাম কি?
Ans- Ocean Thermal Energy Conversion।
৬. ভারতের কোন অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ?
Ans- হিমালয় পার্বত্য অঞ্চল।
৭. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে?
Ans- ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠের যে স্থানে তরঙ্গ প্রথম পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে।
৮. প্রতিসারী প্লেট সীমান্তে কোন অগ্ন্যুৎপাত ঘটে?
Ans- বিদার।
৯. ক্যালডেরা কাকে বলে?
Ans- তীব্র বিস্ফোরণ বা ধ্বসের ফলে আগ্নেয় শঙ্কুর অর্ধাংশ অপসারিত হয়েছে জ্বালামুখ অপেক্ষা বহুগুণ বড় উপবৃত্তাকার আগ্নেয় ভুভাগ সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে?
১০. অনুগামী নদী কাকে বলে?
Ans- ভাঁজযুক্ত শিলাস্তরের প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে।
১১. ন্যাপ কি?
Ans- বিশালাকৃতি শায়িত ভাঁজ যার দুই বাহুই অনুভূমিক থাকে তাকে ন্যাপ বলে।
১২. ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যের বিযুক্তির নাম কি?
Ans- মোহোরোভিসিক বিযুক্তি।
একাদশ শ্রেণী বাংলা সাজেশন 2023- CLICK HERE
একাদশ শ্রেণী ইংরেজি সাজেশন 2023- CLICK HERE
বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী (প্রশ্নের মান - ০৭)
১. অগ্নুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ কর। ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ কাকে বলে? (৫+২)
২. ভূমিকম্পের প্রধান চারটি প্রাকৃতিক কারণ আলোচনা কর। ভূমিকম্পের P ও S তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। (৪+৩)
৩. আটলান্টিক মহাসাগরের সৃষ্ট মহীসোপান অঞ্চলটির বর্ণনা দাও। মহীসোপান এর মধ্যে পার্থক্য লেখো। ইকোগ্রাম কী? (৩+৩+১)
৪. সমুদ্র জলের লবন ও তারতম্যের কারণগুলি ব্যাখ্যা কর। মৃতের সাগর কাকে ও কেন বলা হয়? (৫+২)
৫. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা কর। শৈবাল সাগর কাকে বলে? (৫+২)
৬. বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ বলতে কী বোঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায় আলোচনা কর। (২+৫)
(ক্লাস ১১ ভূগোল প্রশ্ন ও উত্তর) এই চ্যাপ্টার থেকে যেসব ছোটো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি আলোচনা করা হলো। (Class 11 Geography Notes | Suggestion) তাই প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।