অষ্টম অধ্যায়
পশ্চিমবঙ্গ
সংক্ষিপ্ত প্রশ্ন ( প্রশ্নের মান- ০২)
১. তাল ও বরেন্দ্রভূমি কি?
২. রাঢ় সমভূমি কোথায় অবস্থিত?
৩. কালবৈশাখী ও অশ্বিনের ঝড় কাকে বলে?
৪. শহর ও মহানগর কাকে বলে?
৫. তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে?
৬. তিস্তাকে ত্রাসের নদী বলে কেন?
৭. আউটসোর্সিং কি?
৮. ভাগীরথী হুগলি নদীতে পশ্চিমবঙ্গের জীবন রেখাবলা হয় কেন?
নবম শ্রেণী ইতিহাস সাজেশন- Click Here
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন- প্রশ্নের মান- ০৩
১. পশ্চিমবঙ্গ পর্যটন পর্যটন শিল্পের উন্নতির কারণ গুলি লেখো।
২. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ গুলি লেখো।
৩. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
৪. উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদনদীর পার্থক্য লেখো।
৫. কলকাতা বন্দরের অবনতির কারণ গুলি লেখো।
৬. মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব লেখো।
ব্যাখ্যামূলক প্রশ্ন ( প্রশ্নের মান- ০৫ )
১. পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি আলোচনা করো।
২. পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
৩. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো।
৪. চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো।
উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য এই নম্বরে whatsapp করুন 8016425058।
নবম শ্রেণির ভূগোল
উত্তরমুছুন