নবম শ্রেণী ইতিহাস বড় প্রশ্ন সাজেশন | নবম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Class 9 History Long Question Suggestion
Class 9 History Suggestion: এই ব্লগে আমার নবম শ্রেণী ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
৪ নম্বরের প্রশ্ন:
১. বিপ্লবের আগে ফরাসি রাজকোষ শূন্য হওয়ার কারণগুলি কি ছিল?
২. বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থার পরিচয় দাও।
৩. টীকা লেখ: টেনিস কোর্টের শপথ।
৪. ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণের পরিচয় দাও।
৫. টীকা লেখ: ফ্রান্সে সন্ত্রাসের শাসন।
৮ নম্বরের প্রশ্ন:
১. ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা কর।
২. ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা কর।
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
৪ নম্বরের প্রশ্ন:
১. টীকা লেখ: কোড নেপোলিয়ন।
২. টীকা লেখ: মহাদেশীয় অবরোধ ব্যবস্থা।
৩. নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?
৪. মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল?
৮ নম্বরের প্রশ্ন:
১. নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও।
২. নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলির পরিচয় দাও।
৩. নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা কর।
তৃতীয় অধ্যায়
উনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
৪ নম্বরের প্রশ্ন:
১. ভিয়েনা সম্মেলনে গৃহীত প্রধান নীতিগুলির পরিচয় দাও।
২. মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝ?
৩. জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা কর।
৪. ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা কর।
৫. টীকা লেখ: এমস টেলিগ্রাম।
৬. তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হত কেন?
৮ নম্বরের প্রশ্ন:
১. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
২. জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা কর।
৩. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির অবদান আলোচনা করো।
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
৪ নম্বরের প্রশ্ন:
১. ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কেন?
২. প্রথম বিশ্বযুদ্ধের আগে কিভাবে 'ত্রিশক্তি চুক্তি' এবং 'ত্রিশক্তি মৈত্রী' গঠিত হয়?
৩. টীকা লেখ: সেরাজেভোর হত্যাকাণ্ড।
৮ নম্বরের প্রশ্ন:
১. শিল্প বিপ্লবের ফলাফল গুলি আলোচনা কর।
২. প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা কর।
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
৪ নম্বরের প্রশ্ন:
১. টীকা লেখ: রক্তাক্ত রবিবার
২. লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কি ছিল?
৩. উড্রো উইলসনের চোদ্দদফা শর্তগুলি কি ছিল?
৪. ভার্সাই সন্ধিকে 'জবরদস্তিমূলক সন্ধি' বলা হয় কেন?
৫. টীকা লেখ: ভাইমার প্রজাতন্ত্র।
৬. জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা কর।
৭. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের প্রেক্ষাপট লেখ।
৮ নম্বরের প্রশ্ন:
১. রুশ বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
২. আন্তর্জাতিক অর্থনীতিতে ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার প্রভাব আলোচনা কর।
ষষ্ঠ অধ্যায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
৪ নম্বরের প্রশ্ন:
১. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্পর্কে আলোচনা কর।
২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতখানি দায়ী ছিল?
৩. হিটলার কেন সোভিয়েত রাশিয়া আক্রমণ করেছিলেন?
৪. পার্ল হারবারের ঘটনাটি কি ছিল?
৮ নম্বরের প্রশ্ন:
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব আলোচনা কর।
সপ্তম অধ্যায়
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ
৪ নম্বরের প্রশ্ন:
১. জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
২. জাতিসংঘ প্রতিষ্ঠায় উড্রো উইলসনের কি ভূমিকা ছিল?
৩. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ কর।
৪. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরিচয় দাও।