নবম শ্রেণী ইতিহাস সাজেশন 2022 | Class 9 History Suggestion 2022


নবম শ্রেণী ইতিহাস বড় প্রশ্ন সাজেশন | নবম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Class 9 History Long Question Suggestion 


Class 9 History Suggestion:  এই ব্লগে আমার নবম শ্রেণী ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


 প্রথম অধ্যায়

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 


৪ নম্বরের প্রশ্ন:


১. বিপ্লবের আগে ফরাসি রাজকোষ শূন্য হওয়ার কারণগুলি কি ছিল?


২. বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থার পরিচয় দাও।


৩. টীকা লেখ: টেনিস কোর্টের শপথ।


৪. ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণের পরিচয় দাও।


৫. টীকা লেখ: ফ্রান্সে সন্ত্রাসের শাসন।


৮ নম্বরের প্রশ্ন:


১. ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা কর।


২. ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা কর। 


দ্বিতীয় অধ্যায়

বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ 


৪ নম্বরের প্রশ্ন:


১. টীকা লেখ: কোড নেপোলিয়ন।


২. টীকা লেখ: মহাদেশীয় অবরোধ ব্যবস্থা।


৩. নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?


৪. মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল?


৮ নম্বরের প্রশ্ন:


১. নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও।


২. নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলির পরিচয় দাও। 


৩. নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা কর।



তৃতীয় অধ্যায়

উনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত


৪ নম্বরের প্রশ্ন:


১. ভিয়েনা সম্মেলনে গৃহীত প্রধান নীতিগুলির পরিচয় দাও।


২. মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝ?


৩. জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা কর।


৪. ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা কর। 


৫. টীকা লেখ: এমস টেলিগ্রাম।


৬. তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হত কেন?



৮ নম্বরের প্রশ্ন:


১. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা কর।


২. জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা কর।


৩. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির অবদান আলোচনা করো।



চতুর্থ অধ্যায়

শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ


৪ নম্বরের প্রশ্ন:


১. ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কেন?


২. প্রথম বিশ্বযুদ্ধের আগে কিভাবে 'ত্রিশক্তি চুক্তি' এবং 'ত্রিশক্তি মৈত্রী' গঠিত হয়?


৩. টীকা লেখ: সেরাজেভোর হত্যাকাণ্ড।



৮ নম্বরের প্রশ্ন:


১. শিল্প বিপ্লবের ফলাফল গুলি আলোচনা কর।


২. প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা কর।


পঞ্চম অধ্যায়

বিংশ শতকে ইউরোপ


৪ নম্বরের প্রশ্ন:


১. টীকা লেখ: রক্তাক্ত রবিবার 


২. লেনিনের নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণার কারণ কি ছিল?


৩. উড্রো উইলসনের চোদ্দদফা শর্তগুলি কি ছিল?


৪. ভার্সাই সন্ধিকে 'জবরদস্তিমূলক সন্ধি' বলা হয় কেন?


৫. টীকা লেখ: ভাইমার প্রজাতন্ত্র।


৬. জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা কর।


৭. ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের প্রেক্ষাপট লেখ।


৮ নম্বরের প্রশ্ন:


১. রুশ বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা কর।


২. আন্তর্জাতিক অর্থনীতিতে ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার প্রভাব আলোচনা কর।



ষষ্ঠ অধ্যায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর


৪ নম্বরের প্রশ্ন:


১. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি সম্পর্কে আলোচনা কর।


২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতখানি দায়ী ছিল?


৩. হিটলার কেন সোভিয়েত রাশিয়া আক্রমণ করেছিলেন?


৪. পার্ল হারবারের ঘটনাটি কি ছিল?



৮ নম্বরের প্রশ্ন:


১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব আলোচনা কর।


সপ্তম অধ্যায়

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ


৪ নম্বরের প্রশ্ন:


১. জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?


২. জাতিসংঘ প্রতিষ্ঠায় উড্রো উইলসনের কি ভূমিকা ছিল?


৩. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ কর।


৪. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরিচয় দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×