পুষ্টিবিজ্ঞানের ভূমিকা
স্বাস্থ্য রক্ষায় খাদ্যের ভূমিকা
রচনাভিত্তিক প্রশ্নাবলী
১. শারীরিক স্বাস্থ্য রক্ষায় খাদ্যের ভূমিকা লেখো। মানবদেহে প্রোটিনের তিনটি কাজ উল্লেখ করো। (৪+৩)
২. খাদ্য ও পরিপোষকের পার্থক্য লেখো। সব খাদ্যই পরিপোষক কিন্তু সব পরিপোষক খাদ্য নয় কেন? রাফেজ কি? (৩+৩+১)
৩. পরিপোষকের তিনটি কাজ উল্লেখ করো। পুষ্টিতে জলের ভূমিকা লেখো। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? (৩+২+২)
৪. রোগ প্রতিরোধে খাদ্য কিভাবে সাহায্য করে? দেহে খাদ্যতন্ত্রর তিনটি কাজ লেখো। স্বাস্থ্য রক্ষায় দৈনিক কীরূপ খাদ্য গ্রহণ করা উচিত? (৩+২+২)
একাদশ শ্রেণী বাংলা সাজেশন 2023- CLICK HERE
একাদশ শ্রেণী ইংরেজি সাজেশন 2023- CLICK HERE
প্রশ্নের মান- ০২
১. খাদ্যের সংজ্ঞা দাও।
২. পরিপোষক কাকে বলে?
৩. পরিপোষকের প্রকারভেদ উল্লেখ করো।
৪. ভিটামিন A,D,E,K - এর বিভিন্ন উৎকৃষ্ট উৎস এর নাম উল্লেখ করো।
৫. খাদ্যমূল্য কাকে বলে? উদাহরণ দাও।
প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 8016425068।
আজকের পোস্টে একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান সাজেশন 2023 দেওয়া হয়েছে। নীচে সমস্ত প্রশ্ন দেওয়া রয়েছে। সেগুলো তোমরা ভালো করে পড়ে প্র্যাকটিস করো। আশা করি এগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। (WBCHSE Class 11 Nutrition Suggestion)