Indian Navy Recruitment 2022 | Indian Navy new Job Vacancy
ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। অনেকগুলি পোস্ট রয়েছে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত সমস্তকিছু বিস্তারিত দেওয়া রইলো এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা- Indian Navy।
পোস্টের নাম- ট্রেডসম্যান মেট।
শূন্যপদ- ১১২ টি।
বয়স সীমা- ১৮ - ২৫ বছর। বয়স হিসেব করতে হবে ০৬.০৯.২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো- ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন ফি- কোনোরকম আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি - লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য ইচ্ছুক প্রার্থীরা www.andaman.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- ০৬ সেপ্টেম্বর, ২০২২।
Apply Online- Click Here
Download Notice- Click Here
Simple and Easy Drawing Tutorial 👇
উত্তরমুছুনGirl Drawing Easy
Also Read, 😒
Chennai Express Full Movie Download Filmywap