ভগৎ সিং স্মরণীয় কেন | Why Famous Bhagat Singh


 ভগৎ সিং স্মরণীয় কেন | Why Famous Bhagat Singh


ভূমিকা:

পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনে স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন ভগৎ সিং। প্রথমে তিনি চন্দ্রশেখর আজাদের ‘হিন্দুস্থান রিপাবলিকান পার্টি’র সদস্যপদ নেন। পরে ‘নওজওয়ান ভারতসভা’ নামে একটি যুব সংঘ প্রতিষ্ঠা করেন, যা পরে ‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন' নামে পরিচিতি পায়।


স্যান্ডার্স হত্যা: 

লাহোরে সাইমন কমিশন-বিরোধী এক মিছিলে পুলিশ লাঠি চালালে লালা লাজপত রায় গুরুতর আহত হন ও পরে মারা যান। লালাজির মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের কুখ্যাত পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন।


ভগৎ সিং-এর ফাঁসি: 

কেন্দ্রীয় আইনসভায় আলোচনা চলাকালীন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা ছোঁড়েন। কিছুদিন পর তাঁরা স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিলে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। মামলার রায়ে ভগৎ সিং-এর ফাঁসি হয় (১৯৩১ খ্রি., ২৩ শে মার্চ)। গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ভগৎ সিং-এর ফাঁসি রোধ করা যায়নি।


যুব সমাজের অনুপ্রেরণা: 

ভগৎ সিং-এর আত্মবলিদান ভারতীয় যুব সম্প্রদায়ের মনে বিপ্লবী আদর্শের অনুপ্রেরণা জোগায়। ফাঁসির মঞ্চে ভগৎ সিং-এর শ্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’ (বিপ্লব দীর্ঘজীবী হোক) ভারতীয় যুব সমাজকে বিপ্লববাদে উদ্বুদ্ধ করে।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×