বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন | বি বা দী কারা ছিলেন


 বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন | বি বা দী কারা ছিলেন 


বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ইতিহাসের পাতায় বিনয়-বাদল-দীনেশ বা বি.বা.দী. নামে পরিচিত। এই তিন তরুণ বিপ্লবী দুঃসাহসিক রাইটার্স বিল্ডিং অভিযান চালিয়ে ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচনের চেষ্টা করেন।


রাইটার্স বিল্ডিং আক্রমণ: 

বিনয়-বাদল-দীনেশ হেমচন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত বেঙ্গল ভলান্টিয়ার্স (বি.ভি.) দলের সদস্য পদ নেন। তাঁরা এই দলের পরিকল্পনা মেনে একসঙ্গে ব্রিটিশ শাসনের মূলকেন্দ্র রাইটার্স বিল্ডিং (মহাকরণ) আক্রমণ করেন (১৯৩০ খ্রি., ৮ই ডিসেম্বর)।


অলিন্দ যুদ্ধ: 

বিনয়-বাদল-দীনেশ ছদ্মবেশে মহাকরণে প্রবেশ করেন। প্রথমে বিনয় কারাবিভাগের ইনস্পেকটর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। এরপর লালবাজার থেকে আগত বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে, যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।


যুবসমাজের অনুপ্রেরণা: 

সম্মুখ সমরে পরাজয় নিশ্চিত জেনে বিনয়-বাদল-দীনেশ তিনজনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। বিনয় নিজের গুলিতে আত্মহত্যা করেন। দীনেশকে পরে ফাঁসি দেওয়া হয়। বিনয়-বাদলদীনেশের এই আত্মবলিদান দেশের যুবশক্তিকে মাতৃভূমির স্বাধীনতা যজ্ঞে আত্মোৎসর্গে অনুপ্রেরণা জোগায়।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×