ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব | Madhyamik History Suggestion
ভূমিকা:
জীবনের ঝরাপাতা গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলাদেবী চৌধুরানীর স্মৃতিকথা। তার এই গ্রন্থের মাধ্যমে সমকালীন ভারতবর্ষের নানা তথ্যাবলী ফুটে ওঠে।
জীবনের ঝরাপাতা গ্রন্থটি গুরুত্ব
সামাজিক ইতিহাস:
জীবনের ঝরাপাতা গ্রন্থে দেখতে পাওয়া যায় মাতৃ স্নেহের বঞ্চিত এক মেয়ের ভালোবাসা পাওয়ার এক তীব্র আকুতি। ঠাকুরবাড়ির স্নেহ পাওয়া থেকে বিভিন্ন দরিদ্র পরিবারের মানুষদের স্নেহ পাওয়াকে সরলাদেবী গুরুত্ব দিতেন। এভাবে তিনি উচ্চবিত্ত পরিবারের মেয়ে হয়েও সাধারণ মানুষদের মর্যাদা দান করে মনুষ্যত্বের জয়গান করেছিলেন।
বিপ্লবী আন্দোলন:
গ্রন্থটি থেকে বাংলা তথা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের একটি সচিত্র ফুটে ওঠে। বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব প্রভৃতি উৎসব চালু করে সরলাদেবী বাঙালি তরুণদের মনে বিপ্লববাদের এক নেই দীক্ষা জাগ্রত করেছিলেন।
নারী ইতিহাস:
উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জীবনের ঝরাপাতা গ্রন্থের মাধ্যমে ফুটে ওঠে।
স্বাধীনতা আন্দোলন:
এই গ্রন্থের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নানা তথ্য উঠে এসেছে। ঠাকুরবাড়ি পুরনো কলকাতা ও বিবেকানন্দ রবীন্দ্রনাথের পারস্পরিক মূল্যায়নে গ্রন্থটি সমৃদ্ধ।
মূল্যায়ন:
সরলা দেবী ছিলেন নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ও পথপ্রদর্শক। তিনি তাঁর এই গ্রন্থের মাধ্যমে তৎকালীন মেয়েদের স্বাধীনতার দিকনির্দেশক হিসেবে তথ্য তুলে ধরেন।
তথ্য সূত্র:
১. ইতিহাস ও পরিবেশ- Password- এ কে এম সরিফুজ্জামান।
২. মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ সহায়িকা- অধ্যাপক চক্রবর্তী ও চক্রবর্তী।
৩. মাধ্যমিক ইতিহাস সহায়িকা- ড. পাহাড়ী।