লর্ড কর্নওয়ালিশের বিচার সংস্কার | লর্ড কর্নওয়ালিশের সংস্কার | Lord Cornwallis Judicial Reforms
ভূমিকা:
ওয়ারেন হেস্টিংস ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিলেন লর্ড কর্নওয়ালিশ তাকে আরও সুদৃঢ় করতে - সচেষ্ট হন এবং বিচারব্যবস্থার ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কারসাধন করেন।
লর্ড কর্নওয়ালিশের বিচার সংস্কার
১. রাজস্ব ও বিচার বিভাগের পৃথকীকরণ:
রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত কর্মচারীরা যাতে আদালতের ক্ষমতাবলে ব্যক্তির সম্পত্তির অধিকারে অবৈধ হস্তক্ষেপ করতে না পারে তার জন্য কর্নওয়ালিশ রাজস্ব ও বিচার বিভাগকে পৃথক করেন।
২. ভ্রাম্যমাণ আদালত স্থাপন:
কর্নওয়ালিশ চারটি ‘ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। প্রত্যেক ভ্রাম্যমাণ আদালতে দুজন ইংরেজ বিচারক নিযুক্ত হন।
৩. জেলা আদালত স্থাপন:
প্রতি জেলায় একজন ইংরেজ জজের অধীনে জেলা আদালত স্থাপন করা হয়। জেলা বিচারালয়গুলিতে কেবলমাত্র রাজস্ব-সংক্রান্ত মামলা বিচারের ব্যবস্থা করা হয়।
৪. প্রাদেশিক আদালত স্থাপন:
জেলা ফৌজদারি আদালতগুলির পরিবর্তে কলকাতা, পাটনা, ঢাকা, মুরশিদাবাদে চারটি প্রাদেশিক আদালত স্থাপিত হয়। এই আদালতগুলিতে ইংরেজ জজ নিযুক্ত হন।
৫. কর্নওয়ালিশ কোড প্রণয়ন:
১৭৯৩ খ্রিস্টাব্দের মে মাসে বিখ্যাত কর্নওয়ালিশ কোড প্রণীত হয়। কর্নওয়ালিশ সরকা কর্মচারীদের সততা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা, সরকার কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়।
৬. অন্যান্য সংস্কার:
বিচারক্ষেত্রে কর্নওয়ালিশের অন্যান্য সংস্কারগুলি হল—
১. বিচারব্যবস্থার সর্বনিম্ন স্তরে সদর আমিন মুনসেফি বিচারালয় স্থাপিত হয়।
২. দেশীয় আইন ব্যাখ্যার জন্য কাজী ও মুফতি নিযুক্ত হয়।
৩. বিশেষ গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য ইংল্যান্ডের রাজা ও তাঁর পরিষদের কাছে আবেদন করার ব্যবস্থা চালু হয়।
তথ্য সূত্র:
মাধ্যমিক ইতিহাস শিক্ষক- জি.কে. পাহাড়ী।