গান্ধি-আরউইন চুক্তি সম্পর্কে আলোচনা করো | Gandhi–Irwin Pact

গান্ধি-আরউইন চুক্তি সম্পর্কে আলোচনা করো  | Gandhi–Irwin Pact


পটভূমি: 

প্রথম গোলটেবিল বৈঠক (১৯৩০ খ্রি.) ব্যর্থ হওয়ায় ব্রিটিশ সরকার বুঝে নেয় যে জাতীয় কংগ্রেসকে বাদ দিয়ে ভারতীয় রাজনীতিতে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাই ব্রিটিশ সরকার কংগ্রেসের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের আগ্রহ দেখায়। গান্ধিজিও এতে আগ্রহী হন এবং ভাইসরয় আরউইনের সঙ্গে চুক্তি স্বাক্ষরে রাজি হন। ফলে স্বাক্ষরিত হয় গান্ধি-আরউইন চুক্তি (১৯৩১ খ্রি., ৬ মার্চ) বা ‘দিল্লি চুক্তি’।


চুক্তির শর্ত—ব্রিটিশের দিক থেকে :

১. সমস্ত দমনমূলক আইন প্রত্যাহার করা হবে। 

২. সত্যাগ্রহে যোগদানকারীদের বাজেয়াপ্ত অর্থ ও সম্পত্তি ফেরত দেওয়া হবে।

৩. অনাদায়ী জরিমানা মকুব করা হবে। 

৪. হিংসাত্মক কার্যকলাপে অভিযুক্তরা ছাড়া অন্যান্য রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে।


চুক্তির শর্ত—কংগ্রেসের দিক থেকে:

১. কংগ্রেস আইন অমান্য ও কর বন্ধ আন্দোলন প্রত্যাহার করবে।  

২. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ দেবে। 


গুরুত্ব: 

জাতীয়তাবাদীদের স্বরাজের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় সুভাষচন্দ্রসহ তরুণ নেতারা এই চুক্তিতে হতাশ হন। বামপন্থীরাও এই চুক্তিকে কৃষক আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা বলে সমালোচনা করেন। অনেকের মতে, গান্ধিজির স্বাক্ষরিত এই চুক্তির জন্যই ভগৎ সিংহের ফাঁসি মকুব করা যায়নি।

 

তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×