১৯৩২ খ্রি: পুনা চুক্তির শর্ত ও গুরুত্ব


 ১৯৩২ খ্রি: পুনা চুক্তির শর্ত ও গুরুত্ব


ভূমিকা:

ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় অনুন্নত হিন্দুদের জন্য আইন সভায় আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হবে। গান্ধিজি এতে মর্মাহত হন এবং প্রতিবাদে পুনার যারবেদা জেলে বন্দি অবস্থায় আমরণ অনশন শুরু করেন।


চুক্তি স্বাক্ষর: 

গান্ধিজির আমরণ অনশনে উদ্বিগ্ন হয়ে ওঠেন জাতীয় নেতারা। বি. আর. আম্বেদকরের নেতৃত্বে অনুন্নত হিন্দু সম্প্রদায় এবং রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে বর্ণ হিন্দুদের মধ্যে ‘পুনা চুক্তি’ ১৯৩২ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। গান্ধিজি এই চুক্তিতে সম্মতি জানিয়ে অনশন ভঙ্গ করেন।


গুরুত্ব: 

পুনা চুক্তির দ্বারা হিন্দুদের মধ্যে ভাঙনের প্রচেষ্টা রোধ করা হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে হিন্দুসমাজের বিভাজনকে কার্যকারী করতে ব্যর্থ হয় ব্রিটিশ। ড. বি. আর. আম্বেদকরের সঙ্গে এই চুক্তি করে গান্ধিজি হরিজন আন্দোলনে মন দেন। অনুন্নত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে গান্ধিজির এই আপস উচ্চবর্ণের হিন্দুরা ভালো চোখে দেখেনি।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×