বদায়ুনি কেন আকবরের সমালোচনা করেছিলেন


বদায়ুনি কেন আকবরের সমালোচনা করেছিলেন | আব্দুল কাদির বদায়ুনি | মুন্তাখাব উৎ তাওয়ারিক



প্রতিটি শাসকের রাজদরবারে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সমাগম থাকে। মোগল-ই-আজম মহামতি আকবরের রাজসভায় একজন অন্যতম বিত্তবান পন্ডিত তথা লেখক ছিলেন আব্দুল কাদির বদায়ুনি (১৫৪০-১৬১৫ খ্রি:)।



বদায়ুনি আকবরের সমালোচনা করেছিলেন কারণ:


১. গোঁড়া সুন্নি মুসলিম বদায়ুনি কখনোই সম্রাট আকবরের উদার ধর্মনীতি বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতিকে মেনে নিতে পারেননি।


২. সম্রাট আকবরের রাজদরবারে শাস্ত্রসভার খুব চল ছিল। আকবর বদায়ুনিকে বড় বড় মৌলবীদের সাথে তর্কযুদ্ধে নামিয়ে আনন্দ উপভোগ করতেন।


৩. বদায়ুনি আকবরের মুক্ত চিন্তার বিরোধী ছিলেন। আকবরের বিরুদ্ধে বিভিন্ন আফগান বিদ্রোহ ও হাকিমের বিদ্রোহকে তিনি আকবরের পাপের ফল হিসেবে দেখেছেন।


৪. বদায়ুনি মনে করতেন আকবর রাজ্য শাসনের ক্ষেত্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে পবিত্র গ্রন্থের ভাবসূত্র অগ্রাহ্য করেছেন।



তথ্য সূত্র:

১. ভারতের ইতিহাস- মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ- তেসলিম চৌধুরী।


২. মুঘল রাজ থেকে কোম্পানি রাজ- অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ী।


৩. স্বদেশ ও পরিচয়- জীবন মুখোপাধ্যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×