দীন-ই-ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল


দীন-ই-ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল | দীন-ই-ইলাহি সম্পর্কে একটি টীকা


ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকেই হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে প্রায়ই বিরোধ লক্ষ্য করা যেত। তাই বাস্তববাদী ও স্বাধীন চেতনা সম্পন্ন সম্রাট আকবর কোনো ধর্মকে অস্বীকার না করে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ দূর করার চেষ্টা করেন। যাতে এর দ্বারা সমগ্র ভারতবর্ষের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বতন্ত্র বজায় রেখে মিশে যেতে পারে। 


মুঘল যুগে বিশেষ করে সম্রাট আকবরের রাজত্বকালে গোঁড়া উলেমাদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। তাই একবার গোঁড়া উলেমা গোষ্ঠীর প্রভাব কে খর্ব করে সর্বময় কর্তৃত্ব গড়ে তুলতে 'দীন-ই-ইলাহির' মতো ধর্মমত প্রবর্তন করেন।


সম্রাট আকবর সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্য সূত্রের গ্রোথিত করে একটি জাতীয় রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। তাই সমস্ত ধর্মের সারবস্তু বা ভালো দিকগুলি নিয়ে সমন্বয়বাদী ধর্ম দর্শনের প্রতীক হিসেবে আকবর 'দীন-ই-ইলাহি' প্রবর্তন করেছিলেন। সুতরাং 'দীন-ই-ইলাহি' কোনো নতুন ধর্মমত ছিল না। দীন-ই-ইলাহি' ছিল সর্বধর্ম সমন্বয়ের মিশ্রণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×