জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো | Indian National Congress


জাতীয় কংগ্রেসের কার্যাবলী | জাতীয় কংগ্রেসের কাজ


ভূমিকা: 
প্রথম পর্বে অর্থাৎ প্রথম কুড়ি বছরে (১৮৮৫-১৯০৫ খ্রি.) জাতীয় কংগ্রেস মূলত ব্রিটিশ শাসকের প্রতি আবেদননিবেদনমূলক নীতির ওপরই নির্ভরশীল ছিল। নরমপন্থীদের আবেদন-নিবেদনের মাধ্যমে কিছু দাবিদাওয়া আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলি।

জাতীয় কংগ্রেসের কার্যাবলি: 
প্রথম পর্বে জাতীয় কংগ্রেসের কার্যাবলি বলতে কিছু সাংবিধানিক, অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কারের দাবিকেই বোঝায়।


সাংবিধানিক সংস্কার: 
জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দ স্বাধীনতার স্বপ্ন না দেখলেও কতকগুলি সাংবিধানিক সংস্কারের দাবি করেছিলেন। যেমন-
১. আইন পরিষদগুলিতে আরও বেশি সংখ্যায় ভারতীয়দের নিয়োগ। 
২. ইন্ডিয়ান কাউন্সিল নামে ভারত সচিবের উপদেষ্টা পরিষদের বিলোপ। 
৩. ব্রিটিশ কমন্সসভায় প্রত্যেক প্রদেশ থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ। 
৪. ভারত সচিবের মন্ত্রণা পরিষদে তিনজন ভারতীয়ের অন্তর্ভুক্তি। 
৫. নির্দিষ্ট সংখ্যক ভারতীয়দের নিয়ে কমিশন গঠনের মাধ্যমে ভারতীয় শাসনব্যবস্থার সংস্কারসাধন।


অর্থনৈতিক সংস্কার: 
জাতীয় কংগ্রেসের অর্থনৈতিক সংস্কারের উল্লেখযোগ্য দাবিগুলি ছিল-

১. ভারতের আধুনিক শিল্পের সঠিক বিকাশ। 
২. বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশি দ্রব্যের ব্যবহার বৃদ্ধি। 
৩. জমির মালিকানা বিষয়ক আইনের পরিবর্তন এবং কৃষি ও গ্রামীণ ব্যাংক স্থাপন। 
৪. ভূমিরাজস্বের পরিমাণ ও ভূমিরাজস্ব আদায়ের কঠোরতা হ্রাস। 
৫. আয়কর, লবণ করসহ অন্যান্য করের হার কমানো।


শাসনতান্ত্রিক সংস্কার: 
জাতীয় কংগ্রেসের শাসনতান্ত্রিক সংস্কারের দাবিগুলি ছিল— 
১. ভারত ও ইংল্যান্ডে একসঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ। 
২. শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা। 
৩. জুরির সাহায্যে বিচার করা। 
৪. ভারতীয়দের অস্ত্র রাখার অধিকার দান। 
৫. ভারতীয়দের সামরিক শিক্ষাদান ও উচ্চসামরিক পদে নিয়োগ।


মূল্যায়ন: 
জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতারা এভাবেই ব্রিটিশের কাছে বিভিন্ন দাবি জানিয়ে ভারতবাসীর অভাব-অভিযোগগুলির সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ যে কখনোই তাঁদের এই আবেদনে আমল দেবে না, এই সত্য নরমপন্থীরা বুঝতে চাননি। অবশ্য পরবর্তীকালে জাতীয় আন্দোলনের ভিত তৈরি করতে নরমপন্থীদের এই দাবিগুলি সহায়ক হয়েছিল।


তথ্য সূত্র:
ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×