চীনের বক্সার বিদ্রোহ সম্পর্কে টীকা লেখো | Boxer Rebellion in China


 চীনের বক্সার বিদ্রোহ সম্পর্কে টীকা লেখো


টীকা: বক্সার বিদ্রোহ।


ভূমিকা:

চিনের রাজনৈতিক ইতিহাসে প্রথম জাতীয়তাবাদী বিদ্রোহ হল বক্সার বিদ্রোহ (১৮৯৯ খ্রি.)। উনিশ শতকের শেষের দিকে যখন ইউরোপীয় শক্তিগুলি চিনকে তরমুজের ফালির মতো টুকরো করে গ্রাস করতে উদ্যত হয়, তখনই এই বিদ্রোহ ঘটে।


উদ্ভব: 

চিনের গুপ্ত সমিতি আই-হো-চুয়ানের উদ্যোগে বক্সার বিদ্রোহ ঘটে। ‘চুয়ান’ শব্দের অর্থ হল ‘মুষ্টিযুদ্ধ’। এই গুপ্ত সমিতির সদস্যরা মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ নিত। সদস্যরা চলাফেরা করার সময় সর্বদা হাত মুঠো করে রাখত। মনে করা হয় এই কারণেই এই বিদ্রোহের নাম হয়েছিল বক্সার বিদ্রোহ।


বক্সার বিদ্রোহের কারণ বা পটভূমি: 

বক্সার বিদ্রোহের পটভূমি বিশ্লেষণে দেখা যায় — 

১. বিদেশি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি চিনে উন্নত শাসন প্রবর্তনের নামে আধিপত্য প্রতিষ্ঠা করে। 

২. বিদেশি শক্তিবর্গ চিনে তীব্র আর্থিক শোষণ শুরু করে। চিনের বন্দরগুলি খুলে দেওয়া হলে সেদেশে বিদেশি পণ্য ছেয়ে যায়। ফলে চিনের দেশীয় বাণিজ্য ধ্বংস হয় ও বেকারত্ব বাড়ে।

 ৩. উনিশ শতকের শেষ দিক থেকেই চিনে ব্যাপক হারে জনসংখ্যা বাড়তে থাকে। কিন্তু সেই অনুপাতে কৃষিজমির পরিমাণ না বাড়ায় খাদ্যসংকট দেখা দেয়। এসবের জন্য বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়।


ফলাফল:

১. চিনের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল বক্সার বিদ্রোহ, কারণ এই বিদ্রোহের পরেই চিনে মাঞ্জুবংশের পতন ঘনিয়ে আসে ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।

২. বক্সার বিদ্রোহ চিনবাসীকে বিদেশি শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছিল।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×