তনখা জাগির ও ওয়াতন জাগিরের মধ্যে পার্থক্য কী
সাম্রাজ্যের বৃহত্তর অংশের ভূমি রাজস্ব আদায়ের ভার সরকার নিজের হাতে না রেখে নির্বাচিত ব্যক্তির ওপর ন্যাস্ত করতো। এই হস্তান্তরিত জমিকে বলা হয় জাগির বা জায়গির। যারা জায়গির ভোগ করত তাদের বলা হতো, জায়গিরদার। জায়গিরদার ভূমি রাজস্ব ছাড়াও কৃষকদের কাছ থেকে আবওয়াব বা অতিরিক্ত কর আদায় করত।
তনখা জাগির ও ওয়াতন জাগিরের মধ্যে পার্থক্য:
তনখা জাগির:
রাজকর্মচারীদের এক বৃহৎ অংশকে নগদ বেতনের পরিবর্তে জায়গির বন্দোবস্ত দেওয়া হত। একে বলা হতো জায়গির-ই-তনখা বা তনখা জায়গির। এই ধরনের জায়গিরদার তার নির্দিষ্ট বরাত থেকে রাজস্ব সংগ্রহ করে নিজের বেতন বাবদ অর্থ কেটে উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় রাজকোষে জমা দিতেন।
ওয়াতন জাগির:
যখন জমিদাররা বংশানুক্রমে কিছু জমি ভোগ করতেন, তখন তাকে বলা হতো, ওয়াতন জাগির। এই ধরনের জায়গিরদারদের জমি থেকে উৎখাত করার অধিকার আইনত সম্রাটের হাতে ছিল না।
তথ্য সূত্র:
মাধ্যমিক ইতিহাস শিক্ষক- জি. কে. পাহাড়ী।