শাহজাহানের মধ্য এশিয়া নীতি
উদ্দেশ্য:
১. উপজাতি বিদ্রোহ দমন:
মধ্য এশিয়া অভিযানের পশ্চাতে শাহজাহানের উদ্দেশ্য ছিল দুর্ধর্ষ পার্বত্য উজবেক উপজাতিকে দমন করা।
২. সমরখন্দ বিজয়:
শাহজাহান মধ্য এশিয়ার বাল্থ ও বাদাখশানের ওপর কর্তৃত্ব পুনরুদ্ধারের মাধ্যমে তৈমুরের রাজধানী সমরখন্দে বিজয়পতাকা ওড়াতে চান। এই স্বপ্ন সফলের জন্য তিনি উপজাতি গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগে পুত্র মুরাদকে মধ্য এশিয়া অভিযানে নেতৃত্ব দিতে বলেন।
নেতৃত্ব:
শাহজাহানের নির্দেশ মেনে প্রথমে যুবরাজ মুরাদ ও আলিমর্দান এবং পরে ঔরঙ্গজেব মধ্য এশিয়ার বালুখ ও বাদাখশান অঞ্চলে অভিযান চালায়। কিন্তু শেষপর্যন্ত উজবেকদের তীব্র প্রতিরোধের জন্য মোগল সেনাবাহিনী পিছু হঠতে বাধ্য হয়। ফলে ব্যর্থ হয় শাহজাহানের মধ্য এশিয়া নীতি।
তথ্য সূত্র:
মাধ্যমিক ইতিহাস শিক্ষক - জি. কে. পাহাড়ী।