নূরজাহান চক্র বলতে কী বোঝ | What is Nurjahan Chakra


  টীকা: নূরজাহান চক্র | নূরজাহান চক্র কী


মোগল সাম্রাজ্যের অন্যতম একজন শাসক ছিলেন জাহাঙ্গীর। তার রাজত্বকালে বয়স-বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিরিক্ত মদ্যপানের ফলে জাহাঙ্গীর দুর্বল হয়ে পড়েন, তাঁর আত্মবিশ্বাসও হ্রাস পায় এবং এ সময় তিনি তাঁর পত্নী নুরজাহানের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন। নুরজাহানের পূর্বনাম ছিল মেহেরউন্নিসা। তাঁর পিতা মির্জা গিয়াস বেগ ছিলেন একজন ভাগ্যান্বেষী পারসিক। আকবরের রাজত্বকালে তিনি ভারতে আসেন এবং রাজ-দরবারে একটি সামান্য পদে নিযুক্ত হন। পরে নিজ যোগ্যতাবলে কাবুলের দেওয়ান হন। 


১৭ বছর বয়সে সুদর্শনা ও নানা গুণের অধিকারিণী কন্যা মেহেরউন্নিসার সংগে আলিকুলি বেগ নামে জনৈক পারসিক যুবকের বিবাহ হয়। আলিকুলি পরে বর্ধমানের জায়গীরদার নিযুক্ত হন ও ‘শের আফগান’ উপাধি লাভ করেন। পরে ‘শের আফগান’ বিদ্রোহী হলে বাংলার সুবাদারের সংগে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। মেহেরউন্নিসা ও তাঁর শিশুকন্যা লাভলী বেগমকে আগ্রায় পাঠান হয়। এই ঘটনার চার বছর পর ১৬১১ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মেহেরউন্নিসাকে বিবাহ করেন ও তাঁর নাম দেন 'নুরজাহান' বা জগতের আলো। নানা গুণসম্পন্না হলেও প্রভুত্বলোভী ও প্রতিহিংসা-পরায়ণা এই নারীকে কেন্দ্র করে দরবারে একটি গোষ্ঠী গড়ে ওঠে। যা, 'নূরজাহান চক্র' নামে পরিচিত।


তথ্য সূত্র:

স্বদেশ পরিচয় | জীবন মুখোপাধ্যায়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×