টীকা লেখো: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা | Madhyamik History Suggestion


মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion | Madhyamik History Long Question Suggestion 


টীকা লেখো: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা।

ভূমিকা:

বাংলায় নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র সর্বাগ্রে তুলে ধরতে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ অবদান রেখেছিল। এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।


পত্রিকার প্রকাশ : ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। প্রথমে পত্রিকাটি সাপ্তাহিক থাকলেও পরবর্তীকালে তা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়।  


উদ্দেশ্য : 

‘হিন্দু প্যাট্রিয়ট’ কথাটির অর্থ হিন্দু দেশপ্রেমিক। এই পত্রিকাটির উদ্দেশ্য ছিল-

(১) নীলচাষিদের দুর্দশার চিত্র জনসমক্ষে তুলে ধরা।

(২) নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।

(৩) সামাজিক ও রাজনৈতিক খবরাখবর পরিবেশন করা।


অবদান: 

‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি যেসব বিষয়ে বেশি আলোকপাত করেছিল সেগুলি হল-


(১) নীলচাষিদের পক্ষ নেওয়া: 

ভারতবর্ষে নীলের চাষ শুরু হলে নীলচাষিরা তীব্র দুর্দশার সম্মুখীন হয়। পত্রিকাটি নীলচাষিদের পক্ষ নিয়ে নানা বিষয় গুরুত্ব সহকারে প্রকাশ করতে থাকে।


(২) নীলকর বিরোধী মনোভাব গঠন: 

পত্রিকাটি নীলকরদের নানা কুকর্মের কথা জনসমক্ষে তুলে ধরে নীলকরবিরোধী জনমত গড়ে তুলতে সহায়কের ভূমিকা নিয়েছিল।  


(৩) সিপাহি বিদ্রোহের সংবাদ:

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সিপাহি বিদ্রোহের নানা খবরা-খবর প্রকাশিত হত। রামগোপাল সান্যাল মনে করেন, এই বিদ্রোহের দিনগুলিতে ভারতে ব্রিটিশ শাসনের প্রতি সহানুভূতি দেখানো হয়। এই সমস্ত চিত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হতে থাকলে জনগণের বিরুদ্ধে প্রতিরোধ করতে থাকে।


(৪) সমাজের প্রতিফলন: 

সামাজিক নানা সমস্যায় এই পত্রিকায় প্রকাশিত হত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করলে চিত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এর সমর্থনে প্রচার করতে থাকে। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×