খলজি বিপ্লব বলতে কী বোঝ | Khalji Revolution Notes


খলজি বিপ্লব বলতে কী বোঝ | টীকা লেখো: খলজি বিপ্লব।


১২৮৭ খ্রিস্টাব্দে বলবনের মৃত্যুর পর তাঁর পৌত্র কায়কোবাদ সিংহাসনে বসেন। অষ্টাদশবর্ষীয় ইন্দ্রিয়পরায়ণ এই যুবক অচিরেই পঙ্গু হয়ে পড়েন। এমতাবস্থায় ওমরাহরা তাঁর শিশুপুত্র কায়ুমার্সকে সিংহাসনে বসান (১২৮৯ খ্রিঃ)। রাজশক্তির এই দুর্বলতার ফলে শাসনব্যবস্থা শিথিল হয়ে পড়ে। ওমরাহরা স্ব স্ব প্রধান হয়ে পড়েন এবং ‘তুর্কী’ ও ‘হিন্দুস্থানী’ ওমরাহদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই অবস্থায় হিন্দুস্থানী মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজী অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমার্সকে হত্যা করে সিংহাসনে বসেন (১২৯০ খ্রিঃ)। ইতিহাসে এই ঘটনা ‘খলজী বিপ্লব’ নামে পরিচিত। এর ফলে তথাকথিত ‘দাস বংশ’ ও ইলবারী তুর্কী বংশের অবসান ঘটে এবং হিন্দুস্থানী মুসলিম গোষ্ঠী ও খলজী বংশের প্রাধান্য সূচিত হয়। 


তথ্য সূত্র:

স্বদেশ পরিচয় | জীবন মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

close