Cu 1st Semester History Honours CC1 Suggestion 2022 | CU History Honours Suggestion 2022 | CU History Honours CC1 Suggestion | CC1 Suggestion 2022 | Calcutta University History Honours Syllabus | History Honours 1st Semester Suggestion | Calcutta University History Honours Questions Paper 2022 | CU CC1 Questions Paper 2022
1. রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?
উ:- কলহন ( এ থেকে কাশ্মীর এর ইতিহাস জানা যায়)।
2. ' Periples of the Erithian sea'. গ্রন্থটি কার লেখা?
উ: একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিক।
3. 'ফো- কুয়ো- কি ' গ্রন্থটি কার লেখা?
উঃ ফা- হিয়েন
4. 'সি - ইউ - কি' গ্রন্থটি কার লেখা?
উঃ হিউয়েন- সাং
5. প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার উপাদান কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উঃ 2 ভাগে। যথা- ১. সাহিত্যিক উপাদান ২. প্রত্নতাত্ত্বিক উপাদান।
6. বৌদ্ধদের উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি?
উঃ ত্রিপিটক ।
7. হর্ষচরিত গ্রন্থটি কার লেখা?
উঃ। বানভট্ট।
8. রামচরিত গ্রন্থটি কার লেখা?
উঃ সন্ধ্যাকর নন্দী।
9. বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থটি কার লেখা?
উঃ বিলহন
10. কুমারপালচরিত কার লেখা?
উঃ জয়সিংহ ।
Tags
শিক্ষামূলক