বোস্টন টি পার্টি বলতে কী বোঝ | Boston Tea Party


 বোস্টন টি পার্টি | বোস্টনের চায়ের পার্টি


বোস্টনের চায়ের পার্টি: আমেরিকার ১৩টি উপনিবেশে ইংল্যান্ড বিভিন্ন কর চাপায়। কিন্তু ঔপনিবেশিকদের বিরোধিতায় চায়ের ওপর কর ছাড়া অন্য সব কর প্রত্যাহার করে নেওয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ চায়ের ওপর তিন পেনি কর বজায় রাখেন। স্যামুয়েল অ্যাডামসের নির্দেশে কিছু ঔপনিবেশিক এর প্রতিবাদ জানান। তাঁরা রেড ইন্ডিয়ানের ছদ্মবেশে ‘ডার্টমাউথ’ নামে জাহাজ থেকে ৩৪২ পেটি চা সমুদ্রের জলে ফেলে দেন। এই ঘটনা ‘বোস্টনের চায়ের পার্টি’ (১৭৭৩ খ্রি.) নামে পরিচিত।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×