স্পেনীয় ক্ষত বলতে কী বোঝ | নবম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Class 9 History Suggestion


স্পেনীয় ক্ষত কী | নেপোলিয়নের স্পেনীয় ক্ষত | নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন ও উত্তর


Ans. 

১৮০৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে নিজ ভ্রাতা সিংহাসনে বসালে স্পেনবাসীর আত্মমর্যাদা বা জাতীয়তাবোধে তীব্র আঘাত লাগে এবং পোর্তুগালের সঙ্গে মিলিত হয়ে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম শুরু করে। উপদ্বীপের যুদ্ধে (১৮০৭ - ১৩ খ্রিস্টাব্দ) নেপোলিয়নের পরাজয়ের ফলে আর্থিক ক্ষতির সঙ্গে সামরিক মর্যাদা বিনষ্ট হয় এবং স্পেনীয়দের সাফল্য ইউরোপে নেপোলিয়ন বিরোধী মুক্তিযুদ্ধে প্রেরণা জোগায় এবং ফরাসি সাম্রাজ্যের সংগঠনে ফাটল ধরায় যা ‘স্পেনীয় ক্ষত’ নামে পরিচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×