আর্তেজীয় কূপের গঠন বর্ণনা করো | Artesian Well

চিত্র: আর্তেজীয় কূপ

আর্তেজীয় কূপের সংজ্ঞা (What is Artesian Well):

ভৌমজল যখন তার নিজস্ব চাপে স্বাভাবিকভাবে দুর্বল অংশ দিয়ে বা কূপ, গর্ত খনন করলে পাম্প ছাড়াই প্রবলবেগে ফোয়ারার মতো নির্গত হয়। একে আর্তেজীয় কূপ বলে।


আর্তেজীয় কূপের গঠন (Structure of Artesian Well):


১. ভাঁজপ্রাপ্ত অঞ্চলে অধোঃভঙ্গের আকারে একটি প্রবেশ্য শিলাস্তর ওপর ও নীচে দুটি অপ্রবেশ্য স্তর দ্বারা আবদ্ধ থাকে যাতে ভৌমজল উপচে বা চুঁইয়ে না চলে যায়। 


২. অর্ধচন্দ্রাকার আকৃতির প্রবেশ্য স্তরটি দুই প্রান্তে উঁচু হয়ে বৃষ্টিবহুল অঞ্চলে উন্মুক্ত হলে তার মধ্য দিয়ে জল চুঁইয়ে তলদেশে সঞ্চিত হয়ে সম্পৃক্ত স্তর বা অ্যাকুইফার গঠিত হয়।


৩. স্তরটিতে ভৌমজলের প্রচণ্ড চাপ থাকে এবং জলচাপ তল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে থাকে।


৪. এই অবস্থায় অপ্রবেশ্য স্তরের দুর্বল স্থান দিয়ে বা অ্যাকুইফার পর্যন্ত কূপ বা গর্ত খনন করলে ভৌমজল পাম্প ছাড়াই প্রবলবেগে ফোয়ারার মতো নির্গত হয়। জলচাপ তল কমে গেলে জল কূপের মধ্য দিয়ে ওপরে উঠলেও ভূপৃষ্ঠে নির্গত হতে পারে না। একে অর্ধ-আর্তেজীয় কূপ বলে।


ফ্রান্সের আর্তোয়েস (Artois) অঞ্চলে সর্বপ্রথম এই কূপ খনন করা হয়। অস্ট্রেলিয়ার মধ্যভাগের শুষ্ক নিম্নভূমি অঞ্চলে এই কূপের প্রচলন বিশ্বে সর্বাধিক। ভারতে তামিলনাড়ুর কাড্ডালোর, ওড়িশার বালেশ্বর, গুজরাটের বীরগাঁও, ত্রিপুরা, পণ্ডিচেরিতে দেখা যায়। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×