আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে কিভাবে ইতিহাস জানা যায় | Madhyamik History Suggestion


আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে ব্যবহার করা হয় | মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর


Ans: পূর্বে আত্মজীবনী ও স্মৃতিকথা গুলিকে ইতিহাস ও উপাদান হিসেবে গ্রহণ করতে হতো না। কারণ সেগুলি পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু বর্তমানে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে নৈর্ব্যক্তিক ও ত্রুটিহীন তথ্য পাওয়া যায়। তাই এগুলিকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।


আত্মজীবনীর উদাহরণ:

বিপিনচন্দ্র পালের "সত্তর বছর", রবীন্দ্রনাথ ঠাকুরের "জীবনস্মৃতি", দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম" ইত্যাদি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×