ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো | Madhyamik History Suggestion


মাধ্যমিক ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Class 10 History Suggestion


ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব:

ভূমিকা:

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হয়।


১. স্বদেশী ভাবনা:

সরলাদেবী স্বাধীন ভারতের স্বপ্ন দেখতেন। তিনি মনে করতেন সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ভারতের স্বাধীনতা লাভ সম্ভব। তিনি ব্যক্তিগতভাবেই এই বিপ্লবের সাথে যুক্ত ছিলেন এবং এই সংক্রান্ত বিভিন্ন ধারণার উল্লেখ পাওয়া যায় 'জীবনের ঝরাপাতা' গ্রন্থে।


২. বিপ্লবী আন্দোলন:

'জীবনের ঝরাপাতা' গ্রন্থ থেকে বিপ্লবী আন্দোলনের বিভিন্ন চিত্র উঠে এসেছে। বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব চালু করে সরলাদেবী যুবকদের বিপ্লববাদী মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করেছিলেন তা এই গ্রন্থে ফুটে উঠেছে। 


৩. নারী অন্দোলন:

সরলাদেবী ছিলেন নারী মুক্তি আন্দোলনের একজন অন্যতম প্রধান প্রবক্তা ও পথপ্রদর্শক। মেয়েদের তিনি ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি তৎকালীন মেয়েদের স্বাধীনতার পথপ্রদর্শক রূপে কাজ করেছিলেন।


মুল্যায়ন:

সুতরাং, আধুনিক ভারতের ছোট বড় বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর জীবনের ঝরাপাতা গ্রন্থে স্থান পেয়েছে। এভাবেই গ্রন্থটি ইতিহাসের অন্যতম দলিল হিসেবে পরিণত হয়েছে।


তথ্য সূত্র:

১. Advanced ইতিহাস ও পরিবেশ Password | এ কে এম সরিফুজ্জামান

২. মাধ্যমিক ইতিহাস সহায়িকা (ড. পাহাড়ী)।

Tallent Booster


Class 10 History Suggestions- click here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×