খেলাধুলার ইতিহাসের গুরুত্ব লেখ | মাধ্যমিক ইতিহাস সাজেশন


খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ন কেন | খেলার ইতিহাসে ১৯১১ সাল বিখ্যাত কেন | Madhyamik History Suggestion  


Ans. খেলার ইতিহাস চর্চার মধ্যমে লিঙ্গগত ও জাতীগত বৈষম্য দূর হয়। পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনের উপযোগী হয়ে উঠতে পারে। তাই খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ন।


১৯১১ সালে মোহনবাগান ক্লাব খালি পায়ে ফুটবল খেলে ইস্ট- ইয়র্কশায়ার দলকে পরাজিত করেছিল। যা তৎকালীন সময়ে ভারতীয় জাতীয়তাবোধের পরিচায়ক বলে অনেকে মনে করেন। এইজন্য খেলার ইতিহাসে ১৯১১ সাল বিখ্যাত।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×