CU 3rd Semester History Honours CC7 Suggestion 2022-23 | Marks- 01 | CC7 Suggestion


 

 

Cu 3rd Semester History Honours CC7 Suggestion 2022 | CU History Honours Suggestion 2022 | CU History Honours CC7 Suggestion | CC7 Suggestion 2022 | Calcutta University History Honours Syllabus | History Honours 3rd Semester Suggestion | Calcutta University History Honours Questions Paper 2022 | CU CC7 Questions Paper 2022

 1. Malik- ut - Tujjar উপাধিটি কার?

উঃ মাহমুদ গাওয়ান।

2. মাহমুদ বিন তুঘলক কবে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন?

উঃ 1326-27 খ্রিঃ।

3. 'তারিখ ই ফিরোজশাহী' গ্রন্থের লেখক কে?

উঃ জিয়াউদ্দিন বারানী।

4. 'তুঘলকনামা' গ্রন্থের লেখক কে?

উঃ আমির খসরু।

5. 'গাজি মালিক' নামে কে পরিচিত ছিলেন?

উঃ গিয়াসউদ্দিন তুঘলক।

6. খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন?

উঃ কুতুবউদ্দিন মুবারক।

7. 'আল্লাই দুর্গ বা কোস-ই-সিরি' কে নির্মাণ করেন?

উঃ আলাউদ্দিন খলজি।

8. আধুনিক রেশন ব্যবস্থার জনক কাকে বলা হয়?

উঃ আলাউদ্দিন খলজিকে।

9. 'খামস‍' কী?

উঃ যুদ্ধের সময় লুণ্ঠিত দ্রব্যের সম্ভার 'খামস' নামে পরিচিত।

10. 'কিরান- উস-সাদিন' গ্রন্থটির লেখক কে?

উঃ আমির খসরু।

11. আমির খসরুর লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

উঃ তুঘলকনামা, কিরান- উস-সাদিন।

12. অলবিরুনীর লেখা একটি গ্রন্থের নাম লেখ?

উঃ তহকক-ই-হিন্দ।

13. ইবন বতুতার লেখা গ্রন্থের নাম কি?

উঃ কিতাব-ই-রেহালা।

14. আরবদের সিন্ধু অভিযানের বিবরণ পাওয়া যায় এমন উপাদানের নাম লেখ?

উঃ 'চাচনামা' গ্রন্থ।

15. তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

উঃ মহম্মদ বিন তুঘলক।

16. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?

উঃ নাসিরুদ্দিন মামুদ শাহ।

17. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ খিজির খাঁ।

18. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?

উঃ আলাউদ্দিন আলম শাহ।

19. ভারত সম্পর্কে আল বিরুনীর লেখা গ্রন্থের নাম লেখ?

উঃ তহকক্-ই-হিন্দ।

20. তৈমুর লঙ কোথাকার অধিপতি ছিলেন?

উঃ সমরখন্দের অধিপতি।

21. মালিক কাফুর কে ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজির সেনাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×