নবম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় সাজেশন | Class 9 Geography Suggestion


নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | নবম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় | নবম শ্রেণীর ভূগোল | নবম শ্রেণী ভূগোল সাজেশন | ভূগোল ফাইনাল পরীক্ষা সাজেশন | WB Class 9 Geography Suggestion | Geography Suggestion Class 9


চতুর্থ অধ্যায় 

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান- ০১)

১. কোন প্রকার ভূআলোড়নে শিলায় ভাঁজ পড়ে?

Ans. গিরিজনি আলোড়ন।

২. হিমালয় পর্বত কোন মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?

Ans. টেথিস।

৩. কোন প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয়?

Ans. পর্যায়ন।

৪. 'ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' কোন আগ্নেয়গিরিকে বলা হয়?

Ans. স্ট্রম্বলি।

৫. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি?

Ans. পামির।

৬. ভারতের আরাবল্লী কী ধরনের পর্বত?

Ans. প্রাচীন ভঙ্গিল।

৭. টেবিল ল্যান্ড কোন ভূমিকে বলা হয়?

Ans. মালভূমি।

৮. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

Ans. আন্দিজ।

৯. পৃথিবীর বৃহত্তম শিল্ড মালভূমিটির নাম কি?

Ans. সাইবেরিয়া শিল্ড।

১০. বাজাদা সমভূমি কোন অঞ্চলে দেখা যায়?

Ans. মরুভূমি অঞ্চলে।

১১. ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও।

Ans. সাতপুরা।

১২. ভূত্বকে বৃহৎ পাতের সংখ্যা কয়টি?

Ans. ৭ টি।


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান- ০২)

১. অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?

২. মহীভাবক ও গিরিজনি আলোড়ন কাকে বলে?

৩. পর্যায়ন প্রক্রিয়া কী?

৪. মহীখাত কী?

৫. ডেকান ট্র্যাপ কী?

৬. পেডিমেন্ট কী?

৭. টেথিস সাগর কী?

৮. লোয়েশ সমভূমি কী?

৯. অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলে কেন?


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৩)

১. কাকে ও কেন 'ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ' বলা হয়?

২. ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন?

৩. অবরোহন ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ।

৪. নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য লেখ।

৫. মানবজীবনে মালভূমির প্রভাব লেখ।

৬. মানবজীবনে পর্বতের প্রভাব লেখ।


ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৫)

১. পাত গাঠনিক তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা কর।

২. চিত্রসহ স্তুপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা কর।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×