মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর | ইতিহাসের ধারণা | Madhyamik History Suggestion


মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন প্রথম অধ্যায় | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Madhyamik History Long Question Suggestion 

Class 10 History Suggestion: এই ব্লগে আমরা প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ২ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।


প্রথম অধ্যায়

        ( ইতিহাসের ধারণা ) 


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান- ০১)

১. ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু কে করেন?

Ans. রণজিৎ গুহ।

২. ভারতে ফুটবল খেলার প্রচলন কারা করেছিল?

Ans. ইংরেজরা।

৩. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?

Ans. কলহন।

৪. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?

Ans. মহাফেজখানায়।

৫. "জীবনের ঝরাপাতা" কার আত্মজীবনী?

Ans. সরলাদেবী চৌধুরানী।

৬. ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটি কোনটি?

Ans. আলম আরা।

৭. "সত্তর বছর" কার আত্মজীবনী?

Ans. বিপিনচন্দ্র পাল।

৮. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?

Ans. বেঙ্গল গেজেট।

৯. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

Ans. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১০. "বঙ্গীয় নাট্যশালার ইতিহাস" গ্রন্থটির রচয়িতা কে?

Ans. বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১১. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি?

Ans. সমাচার দর্পণ।

১২. প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম কি?

Ans. দিকদর্শন।

১৩. মোহনবাগান কত সালে প্রথম আইএফএ শিল্ড জয় করে?

Ans. ১৯১১ সালে।

১৪. "হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি" গ্রন্থের রচয়িতা কে?

Ans. আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান- ০২)

১. নিম্নবর্গের ইতিহাসচর্চা কাকে বলে?- উত্তর দেখুন


২. আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? - উত্তর দেখুন


৩. খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ন কেন?- উত্তর দেখুন


৪. খেলার ইতিহাসে ১৯১১ সাল বিখ্যাত কেন? - উত্তর দেখুন


৫. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী? - উত্তর দেখুন

 

৬. স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব লেখ। - উত্তর দেখুন


৭. পরিবেশের ইতিহাসচর্চার গুরুত্ব লেখ। - উত্তর দেখুন

 

বর্ণনামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ০৪)

১. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা লেখ। (মাধ্যমিক- ২০১৭) - উত্তর দেখুন 


২. জীবনস্মৃতি/ জীবনের ঝরাপাতা / সত্তর বৎসর থেকে কিভাবে ইতিহাস জানা যায়? - উত্তর দেখুন


৩. আধুনিক ভারতের ইতিহাসে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ। - উত্তর দেখুন


৪. ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর। - উত্তর দেখুন


৫. ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ। 

এই অধ্যায় থেকে কোনো ৮ নম্বরের প্রশ্ন আসবে না  তাই শুধুমাত্র ৪ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে।


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×