নবম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় সাজেশন | Class 9 Geography Suggestion


নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | নবম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় | নবম শ্রেণীর ভূগোল | নবম শ্রেণী ভূগোল সাজেশন | ভূগোল ফাইনাল পরীক্ষা সাজেশন | WB Class 9 Geography Suggestion | Geography Suggestion Class 9


তৃতীয় অধ্যায় 

পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (প্রশ্নের মান- ০১)

১. নিরক্ষরেখার অপর নাম কি?

Ans. বিষুবরেখা।

২. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যকে দেখা যায়?

Ans. অরুণাচল প্রদেশ।

৩. দ্রাঘিমা রেখার অপর নাম কি?

Ans. দেশান্তর রেখা।

৪. পৃথিবীর কোন দেশের সময় অঞ্চল সর্বাধিক?

Ans. রাশিয়া।

৫. নিরক্ষরেখার সমান্তরালে কোন রেখা টানা হয়?

Ans. অক্ষরেখা।

৬. কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখরেখা বিস্তৃত?

Ans. ১৮০ ডিগ্রী।

৭. স্থানীয় সময়ের অপর নাম কি?

Ans. সৌর সময়।

৮. ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত?

Ans. ৮২⁰৩০' পূর্ব।

৯. নিরক্ষরেখার মান কত?

Ans. 0 ডিগ্রী।

১০. অক্ষরেখার সর্বোচ্চ মান কত?

Ans. ৯০ ডিগ্রী।

১১. কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য কত? 

Ans. ৫ ঘন্টা ৩০ মিনিট।

১২. পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি কোনটি?

Ans. কর্কটক্রান্তি রেখা।

১৩. গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি?

Ans. ক্রনোমিটার।


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান- ০২)

১. নিরক্ষরেখা কাকে বলে? 

২. নিরক্ষরেখাকে ' বিষুবরেখা ' বলা হয় কেন?

৩. নিরক্ষীয় তল কী?

৪. স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে?

৫. প্রতিপাদ স্থান কাকে বলে?

৬. হ্যাডলির অকট্যান্ট কী?

৭. a.m. এবং p.m. কী?

৮. মহাবৃত্ত কী?

৯. কৌণিক দূরত্ব কাকে বলে?


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৩)

১. কোন স্থানের দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা যায়?

২. অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখ।

৩. দ্রাঘিমারেখার তিনটি বৈশিষ্ট্য লেখ।

৪. স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখ।

৫. ১৮০° দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হল কেন?

৬.নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন?

৭. আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র ১৮০° দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন?

 

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৫)

১. পৃথিবীর কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয়?

২. গ্রিনিচে (0⁰) স্থানীয় সময় যখন দুপুর 2 টা তখন কলকাতার (88⁰30' পূর্ব) স্থানীয় সময় কত?

৩. লন্ডনে (0⁰) সকাল 10 টায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ শুরু হবে। খেলাটি শুরু থেকে দেখার জন্য কলকাতায় (88⁰30' পূর্ব) তুমি কখন টিভি খুলবে?

৪. গ্রিনিচের সময় যখন বেলা 12 টা তখন নিউইয়র্ক (74⁰ পশ্চিম) এবং মুম্বাইয়ের (73⁰ পূর্ব) স্থানীয় সময় কত?

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×