নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় সাজেশন | পৃথিবীর গতিসমূহ | Class 9 Geography Suggestion


নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় | নবম শ্রেণীর ভূগোল | নবম শ্রেণী ভূগোল সাজেশন | ভূগোল ফাইনাল পরীক্ষা সাজেশন | WB Class 9 Geography Suggestion | Geography Suggestion Class 9


দ্বিতীয় অধ্যায় 

পৃথিবীর গতিসমূহ


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান- ০১)

১. 'নিশীথ সূর্যের দেশ' কাকে বলা হয়?

Ans. নরওয়ে।


২. মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন?

Ans. স্যার আইজ্যাক নিউটন।


৩. কোন অক্ষরেখায় উষ্ণতা সবচেয়ে বেশি হয়?

Ans. নিরক্ষরেখায়।


৪. ' বিষুব ' কথার অর্থ কী?

Ans. সমান।


৫. কোন দিনটি ' জলবিষুব ' নামে পরিচিত?

Ans. ২৩ সেপ্টেম্বর।


৬. সূর্য কোন তারিখে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

Ans. ২২ ডিসেম্বর।


৭. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?

Ans. উপবৃত্তাকার।


৮. উত্তর গোলার্ধে কোন দিনটি দীর্ঘতম রাত্রি হয়?

Ans. ২২ ডিসেম্বর।


৯. কোন দিনটি ' মহাবিষুব ' নামে পরিচিত?

Ans. ২১ মার্চ।


১০. ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত?

Ans. ৪ মিনিট।


১১. আয়ন কথার অর্থ কী?

Ans. পথ।


১২. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?

Ans. ১.২ সেকেন্ড।


১৩. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়?

Ans. আবর্তন গতি।


১৪. কোন দিনটি কর্কটসংক্রান্তি নামে পরিচিত?

Ans. ২১ জুন। 


সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান- ০২)

১. ফেরেলের সূত্রটি লেখ।


২. কোরিওলিস বল কী?


৩. অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে?


৪. ঊষা ও গোধূলি কাকে বলে?


৫. জলবিষুব ও মহাবিষুব কী?


৬. ছায়াবৃত্ত কাকে বলে? 


৭. রবিমার্গ কী?


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৩)

১. কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয় কেন?


২. অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখ।


৩. কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তির মধ্যে পার্থক্য লেখ।


৪. প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে ১ দিন যোগ করার কারণ কী?

অথবা

লিপইয়ার বলতে কী বোঝ?


৫. পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন?


ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান- ৫)


১. পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির স্বপক্ষে প্রমাণগুলি আলোচনা করো।


২. পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফলগুলি আলোচনা করো।


৩. ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো।



 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×