দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন 2023 | West Bengal Class 12 History Suggestion 2023


দ্বাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন  | WBCHSE History Questions and Answer Suggestion | HS History Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | HS History Long Question Suggestion | HS Suggestion 2023 | ক্লাস ১২ ইতিহাস সাজেশন ২০২৩ | Class 12 History Suggestion 2023 | WB HS History Suggestion 2023 | History Suggestion in Bengali | Class 12 History notes


আজকের আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন (WBCHSE Class 12 History Suggestion) সম্পর্কে আলোচনা করবো। যে সমস্ত বড় প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ভালো প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা হয় নীচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।


প্রথম অধ্যায়

অতীত স্মরণ


১. মিথ ও লিজেন্ড বলতে কী বোঝ? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? (৩+৫) (উচ্চমাধ্যমিক-২০১৫)


২. পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা কর। *


৩. পেশাদারী ইতিহাস বলতে কী বোঝ? পেশাদারী ইতিহাসের সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ। (৩+৫) (উচ্চমাধ্যমিক-২০১৭, ২০২০)



দ্বিতীয় অধ্যায়

উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার


১. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা কর। (৩+৫)(উচ্চমাধ্যমিক-২০১৬)


২. উপনিবেশবাদ বলতে কী বোঝ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ কর। (৩+৫) (উচ্চমাধ্যমিক-২০১৯)


৩. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা কর। (উচ্চমাধ্যমিক-২০১৫, ১৭, ২০২০)


৪. মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই অর্থনীতির অবসান কিভাবে ঘটেছিল? (৪+৪) **


৫. ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব গুলি আলোচনা কর। (উচ্চমাধ্যমিক-২০১৮)



তৃতীয় অধ্যায়

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য


১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। (উচ্চমাধ্যমিক-২০১৬)


২. অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা কর। (উচ্চমাধ্যমিক-২০১৬, ২০২০)


৩. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা কর। (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৯)


৪. চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা কর। 

অথবা

নানকিং ও তিয়েনসিনের সন্ধির শর্তগুলি আলোচনা কর।



চতুর্থ অধ্যায়

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া


১. নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝ? ডিরোজিওন নেতৃত্বে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখ। (৩+৫)


২. সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন কর। (উচ্চমাধ্যমিক- ২০১৯)


৩. বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এই নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল? (৫+৩) (উচ্চমাধ্যমিক-২০১৮)


৪. পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কিভাবে চীনে বুদ্ধিজীবী সম্প্রদায়ের উদ্ভব হয়? চীনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখ। (৪+৪)


৫. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর। (উচ্চমাধ্যমিক-২০১৬)



পঞ্চম অধ্যায়

উপনিবেশিক ভারতের শাসন


১. লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই যুদ্ধের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৯)


২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কী? এই হত্যাকান্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? (উচ্চমাধ্যমিক-২০১৬)


৩. পঞ্চাশের মন্বন্তরের কারণগুলি কী ছিল? এই মন্বন্তরের মোকাবিলায় সরকারের ভূমিকা আলোচনা কর। (৪+৪)



ষষ্ঠ অধ্যায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ


১. ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ।

অথবা 

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখ। (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৭)


২. ভারতের স্বাধীনতা সংগ্রামের সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা কর। (উচ্চমাধ্যমিক-২০১৮)


৩. "এশিয়া বাসীদের জন্য এশিয়া" নীতি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল? (৩+৫)



সপ্তম অধ্যায়

ঠান্ডা লড়াইয়ের যুগ


১. ঠান্ডা লড়াই বলতে কী বোঝ? ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা কর। (৩+৫)(উচ্চমাধ্যমিক-২০১৬)


২. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝ? এই দুটির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?(উচ্চমাধ্যমিক-২০১৭, ১৯)


৩. পূর্ব ইউরোপে সোভিয়েতিকরনের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশের কি প্রভাব পড়েছিল? (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৮)

 

৪.  দাঁতাত কী? বিশ্ব রাজনীতিতে দাঁতাত এর উদ্ভবের কারণ ও গুরুত্ব আলোচনা কর। (৩+৫)


৫. জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা কর। (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৬)


৬. তেল কূটনীতি বলতে কি বোঝ? এই কূটনীতি কিভাবে উপসাগরীয় সংকট ঘটিয়েছিল? (৩+৫)


৭. ১৯৫০- এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ কর। (উচ্চমাধ্যমিক-২০১৯)



অষ্টম অধ্যায়

অব-উপনিবেশীকরণ


১. অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝ? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর। (৪+৪) (উচ্চমাধ্যমিক-২০১৮)


২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? (৫+৩) (উচ্চমাধ্যমিক-২০১৯)


৩. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ কর।  (উচ্চমাধ্যমিক-২০১৭)


৪. সার্ক কিভাবে গঠিত হয়েছিল? সার্ক এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? (৪+৪)(উচ্চমাধ্যমিক-২০১৬)



Extra:

১. কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।


২. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।


৩. পূর্ব ইউরোপের সোভিয়েতিকরনের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল?


৪. ব্রিটিশ শাসনকালে বিভিন্ন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।



(রচনাধর্মী প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×