মাধ্যমিক বাংলা কোনি সাজেশন 2024 | Madhyamik Bengali Koni Suggestion 2024


মাধ্যমিক বাংলা বড় প্রশ্ন সাজেশন | দশম শ্রেণী বাংলা সাজেশন | দশম শ্রেণী কোনি সাজেশন | কোনি বড় প্রশ্ন সাজেশন | West Bengal Madhyamik Bengali Long Question Suggestion 



Class 10 Bengali Suggestion: এই ব্লগে আমার মাধ্যমিক বাংলা সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের কোনি গল্প থেকে এইবারের পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে।


কোনি 

মতি নন্দী 


প্রতিটি প্রশ্নের মান- ০৫


১. ক্ষিতীশের বাড়িটির বর্ণনা দাও। তার শোবার ঘর ও পাশের ঘরটি কেমন ছিল? (২+৩)


২. কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। (মাধ্যমিক-২০১৭)


৩. 'কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে' - কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে?


৪. ক্ষিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল? (মাধ্যমিক-২০১৭)


৫. "জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে" - কোনির এই অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনার পরিচয় দাও। (মাধ্যমিক-২০১৭)


৬. কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো। (মাধ্যমিক-২০১৮)


৭. "অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল" - কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল? (মাধ্যমিক-২০১৮)


৮. হঠাৎ তার চোখে ভেসে উঠলো '৭০' সংখ্যাটা - প্রসঙ্গ নির্দেশ করে '৭০' সংখ্যাটা ভেসে ওঠার তাৎপর্য বিশ্লেষণ করো। 


৯. "এটা বুকের মধ্যে পুষে রাখুক" - কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? (মাধ্যমিক-২০১৯)


১০. "ফাইট কোনি ফাইট" - সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, তা নিজের ভাষায় লেখ।



 



4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×