CU History Honours 3rd Sem CC5 Question Paper 2020


Calcutta University 3rd Sem CC5 Question Paper 2020 | History Honours Questions Paper 2020 | CU History Honours Questions Paper 3rd sem | Calcutta University History Honours Questions Paper 2020 | CC5 Question Paper 2020


কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে তৃতীয় সেমিস্টারের ২০২০ সালের CC5 পেপারের প্রশ্ন দেওয়া রয়েছে।


১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১×১৫= ১৫


(ক) হর্ষচরিত-এর রচয়িতা কে?


(খ) গীতগোবিন্দ কে রচনা করেন?


(গ) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?


(ঘ) দীপঙ্কর শ্রীজ্ঞান কোথায় অধ্যাপনা করতেন?


(ঙ) কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন?


(চ) চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


(ছ) কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী?


(জ) পহ্লব যুগের একটি বিখ্যাত মন্দিরের নাম লেখো।


(ঝ) অল্-মাসুদি কোন দেশীয় পর্যটক ছিলেন?


(ঞ) সূর্যমন্দির (কোনার্ক) কোন রাজবংশের সময়ে প্রতিষ্ঠিত হয়?


(ট) ‘মণ্ডলম’ শব্দের অর্থ কী?


(ঠ) ত্রিপাক্ষিক যুদ্ধ কতদিন চলেছিল?


(ড) ‘দায়ভাগ' গ্রন্থ কে রচনা করেন?


(ঢ) গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?


(ণ) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?


২। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও (২৫০ শব্দে) : ৫×৪= ২০


(ক) রাজপুতদের উত্থান সম্পর্কিত যে-কোনো একটি তত্ত্ব লেখো।


(খ) পাল বংশের শাসনের পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো।


(গ) চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হত কেন? 


(ঘ) ত্রিশক্তি সংগ্রামের কারণ উল্লেখ করো।


(ঙ) ভারতের বর্ণব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান কেমন ছিল?


(চ) মহম্মদ ঘোরীর ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো।


(ছ) দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্য গিল্ডগুলি সম্পর্কে তোমার বক্তব্য উপস্থাপন করো।


(জ) ঐতিহাসিক হিসেবে অল-বিরুনীর অবদান কতখানি?৩।  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও (৫০০ শব্দে) : ১০×৩= ৩০


(ক) আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।


(খ) ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 


(গ) স্থানীয় স্বশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসনব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 


(ঘ) দক্ষিণ ভারতের বাণিজ্যিক গিল্ড ব্যবস্থার উপর সংক্ষেপে আলোচনা করো।


(ঙ) ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো।


(চ) আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে টীকা লেখো।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×