CU History Honours 3rd Sem CC7 Question Paper 2021


Calcutta University 3rd Sem CC7 Question Paper 2021 | History Honours Questions Paper 2021 | CU History Honours Questions Paper 3rd Sem | Calcutta University History Honours Questions Paper 2021 | CC7 Question Paper 2021


কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে তৃতীয় সেমিস্টারের ২০২১ সালের CC7 পেপারের প্রশ্ন দেওয়া রয়েছে।

নীচের প্রশ্নগুলোর উত্তর দাও: ১×১৫=১৫

১. ইবন বতুতা কে ছিলেন?

২. 'ফুতুহাত-ই-ফিরোজশাহী'- গ্রন্থের রচয়িতা কে?

৩. সুলতান শব্দটির তৈরি অর্থ কি?

৪. ১২৩৬ খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি সিংহাসনে কে আরোহন করেছিলেন?

৫. দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান সংগঠিত করেছিলেন?

৬. উত্তর-পশ্চিম সীমান্ত থেকে কাদের ক্রমাগত আক্রমণের ভীতি সুলতান যুগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয় হয়ে উঠেছিল?

৭. দোয়াব অঞ্চল বলতে কী বোঝো?

৮. দিল্লির কোন সুলতান একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেছিলেন?

৯. খান - ই- জাহান মকবুল কে ছিলেন?

১০. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

১১. কোন সুলতান তস ঘরিয়া নামক এক ধরনের ঘড়ির আবিষ্কার করেছিলেন?

১২. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

১৩. তৈমুর কবে ভারত আক্রমণ করেছিলেন?

১৪. শেখ নিজাম উদ্দিন আউলিয়া কে ছিলেন?

১৫. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?


যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও (৫×৪)=২০

১. তুমি কি মনে করো যে দিল্লির মামলুক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইলতুৎমিস?

২. রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো।

৩. খলজি বিপ্লব বলতে কি বোঝ?

৪. ফিরোজ শাহ তুঘলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো।

৫. প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো।

৬. সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক আলোচনা করো।

৭. হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো।

৮. সুলতানি যুগের নগরায়ন সম্পর্কে বিতর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো


যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও (১০×৩)=৩০

১. সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারনীর রচনার গুরুত্ব আলোচনা করো।

২. গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিকেন?

৩. মহম্মদ বিন তুঘলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির মূল্যায়ন করো।

৪. ইকতা ব্যাবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করো। এটা কি জায়গীর ব্যবস্থার পূর্বসূরী ছিল?

৫. বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে বিশ্লেষণ করো।

৬. সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×