CU History Honours 3rd Sem CC6 Question Paper 2020


Calcutta University 3rd Sem CC6 Question Paper 2020 | History Honours Questions Paper 2020 | CU History Honours Questions Paper 3rd Sem | Calcutta University History Honours Questions Paper 2020 | CC5 Question Paper 2020


কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে তৃতীয় সেমিস্টারের ২০২০ সালের CC6 পেপারের প্রশ্ন দেওয়া রয়েছে।


নীচের প্রশ্নগুলোর উত্তর দাও (১×১৫)=১৫


১. কোন অর্থনীতিবিদ মনে করেছিলেন সামন্ততন্ত্রের অবক্ষয় সামন্ততন্ত্রের অভ্যন্তরীণ সংকটের ফল?


২. নতুন বিশ্বের অনুসন্ধানে সামুদ্রিক অভিযানে লিপ্ত একটি দেশের নাম লেখো।


৩. রেনেসাঁস মতবাদের একজন প্রবক্তার নাম লেখো।


৪. ইতালীয় রেনেসাঁসের যুগে একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো।


৫. জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন?


৬. ক্যালভিন কে ছিলেন?


৭. ধর্ম সংস্কার আন্দোলনের সূচনার পরে কারা ক্যাথলিক নামে পরিচিত হন?


৮. ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন?


৯. ইংল্যান্ডের কার উদ্যোগে মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধন ঘটেছিল?


১০. প্রতিধর্ম সংস্কার আন্দোলন কোথায় শুরু হয়?


১১. আদি আধুনিক ইউরোপের সূচনা পর্বে কোন সমুদ্রকে কেন্দ্র করে বাণিজ্যিক সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল?


১২. ষোড়শ শতকীয় মূল্য বিপ্লব নিয়ে আলোচনা করেছেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখো 


১৩. কোন দেশের কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা করে ওঠে?


১৪. নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


১৫. ত্রিবর্ষব্যাপী যুদ্ধ কোন সালে শুরু হয়?


যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৫×৪= ২০


১. উত্তরণ সংক্রান্ত বিতর্ক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।


২.  ‘জেন্ট্রি শ্রেণি’-র উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।


৩.  ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।


৪. মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন?


৫. মঠব্যবস্থার বিলুপ্তি সাধনের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।


৬. প্রতিধর্মসংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।


৭. মূল্যবিপ্লব বলতে কী বোঝো?


৮. এনক্লোজার ব্যবস্থা কী?


যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :


১. পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। 


২. রেনেশাঁস মানবতাবাদের ওপর একটি প্রবন্ধ লেখো।


৩. ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? আলোচনা করো।


৪. র‍্যাডিকাল ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো।


৫. ‘ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ।' তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত? 


৬. ওয়েস্টফলিয়ার শান্তিচুক্তি (১৬৪৮) কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্রব্যবস্থার জন্ম দিয়েছিল?

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×