কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে তৃতীয় সেমিস্টারের CC5 প্রশ্নের সাজেশন ২০২২ আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
৫ নম্বরের প্রশ্ন-
১. আলবিরুণী সম্পর্কে একটি টীকা লেখো।
২. টীকা: হর্ষচরিত।
৩. রাজপুত্রের উৎপত্তিস সংক্রান্ত একটি তত্ত্ব ব্যাখ্যা করো।
৪. শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থানের বিবরণ দাও।
৫. স্ত্রীধন সম্পর্কে একটি টীকা লেখো।
৬. পাল ও সেন যুগের সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো।
৭. আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি কি ছিল?
৮. তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো।
৯. ভারতের তুর্কিদের সাফল্যের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো।
১০. টীকা- অগ্রহার ব্যবস্থা।
১১. দক্ষিণ ভারতের গ্রিল বা শিল্প সংগঠন সম্পর্কে লেখো।
১০ নম্বরের প্রশ্ন-
১. ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো।
২. সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
৩. মহম্মদ ঘুরির ভারত অভিযান সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
৪. আদি মধ্যযুগের ভারতের শিল্পচর্চার সম্পর্কে একটি প্রবন্ধ লেখো।
৫. আদি মধ্যযুগের বর্ণ ও জাতি ব্যবস্থা কেমন ছিল?
৬. আদি মধ্যযুগের সমাজে বিবাহ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ লেখো।